West Bengal Weather Update

এক ধাক্কায় ৪ ডিগ্রি বাড়ল তাপমাত্রা! কলকাতায় শনিবারও বৃষ্টির পূর্বাভাস, বড়দিনে ভিজবে শহর?

হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ রয়েছে। তা শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে। তার ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে পৌষেও।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২৪ ০৯:২৯
কলকাতা এবং শহরতলিতে শনিবার বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

কলকাতা এবং শহরতলিতে শনিবার বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। —ফাইল চিত্র।

শুক্রবার রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে কলকাতা এবং শহরতলিতে। দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও বৃষ্টি হচ্ছে। শনিবার সকালেও আকাশের মুখ ভার। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার দিনভর বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। এর জেরে এক ধাক্কায় তাপমাত্রার পারদ চড়েছে বেশ খানিকটা।

Advertisement

শুক্রবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৯ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সকালে ১৯.২ ডিগ্রির পর আর পারদ নামেনি। অর্থাৎ, পর পর দু’দিনে সর্বনিম্ন তাপমাত্রায় ফারাক প্রায় চার ডিগ্রি। হাওয়া অফিস জানিয়েছে, আগামী পাঁচ দিনে রাতের তাপমাত্রার খুব একটা হেরফের হবে না দক্ষিণবঙ্গে। তার পর আবার পারদ কিছুটা নামতে পারে।

শনিবার কলকাতা ছাড়াও বৃষ্টির পূর্বাভাস রয়েছে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। বাকি জেলায় অবশ্য আবহাওয়া মোটের উপর শুকনো থাকবে। তবে প্রায় সব জেলাতেই কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে।

উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং এবং কালিম্পঙে হালকা বৃষ্টির সঙ্গে তুষারপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। উত্তরের পাঁচটি জেলাতেই আগামী কিছু দিন সকালের দিকে থাকবে ঘন কুয়াশা। তার জেরে দৃশ্যমানতা ১৯৯ থেকে ৫০ মিটার পর্যন্ত নেমে যেতে পারে। এ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন আবহবিদেরা।

হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ রয়েছে। তা শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে। ক্রমশ উত্তর এবং উত্তর-পশ্চিমমুখী হয়ে তা অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে এগোবে। এ ছাড়া, উত্তর-পশ্চিম ভারতে নতুন করে তৈরি হয়েছে পশ্চিমি ঝঞ্ঝা। বাংলাদেশ এবং রাজস্থান সংলগ্ন এলাকায় রয়েছে ঘূর্ণাবর্ত। তার ফলে পৌষেও দক্ষিণবঙ্গে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত কোথাও নেই।

আগামী বুধবার বড়দিন। আপাতত শনিবারের পর কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। ফলে বড়দিনে শুকনো আবহাওয়া পাওয়া যেতে পারে। তবে তাপমাত্রা কতটা কমবে, তা নিয়ে সংশয় রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, বড়দিনে বৃষ্টি না হলেও চেনা শীতের দেখা মিলবে না। শীতের আমেজ থাকবে। তবে তাপমাত্রার পারদ খুব বেশি নামবে না। অল্প শীতেই সন্তুষ্ট থাকতে হবে শহরবাসীকে।

Advertisement
আরও পড়ুন