West Bengal Weather Update

উধাও শীত! তাপমাত্রা বাড়বে ২ থেকে ৩ ডিগ্রি, সপ্তাহান্তে দক্ষিণে বৃষ্টির সম্ভাবনা

চলতি সপ্তাহের শুক্র ও শনিবার আকাশ মেঘলা থাকতে পারে। কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুক্রবার হালকা বৃষ্টি হতে পারে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৪ ১১:৩৯

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

ডিসেম্বরের মাঝে রাজ্যে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। সপ্তাহান্তে দার্জিলিং ও কালিম্পঙের উঁচু জায়গাগুলিতে হালকা তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে। চলতি সপ্তাহের শেষে দক্ষিণের জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে। পাশাপাশি, আগামী কয়েক দিনে রাজ্যের সর্বত্র তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বৃদ্ধি পাবে বলে জানিয়েছে আলিপুর।

Advertisement

চলতি সপ্তাহের শুক্র ও শনিবার আকাশ মেঘলা থাকতে পারে। কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুক্রবার হালকা বৃষ্টি হতে পারে। শনিবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং নদিয়ায়। সপ্তাহান্তে হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা উত্তরবঙ্গেও। তবে শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পঙের উঁচু জায়গাগুলিতে বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর। কোনও কোনও জেলায় সকালের দিকে হালকা কুয়াশা থাকতে পারে। তবে কোথাও ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়নি।

বুধবারের চেয়ে বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ পরিবর্তন হয়নি। তবে আগামী ২৪ ঘণ্টায় পারদ আরও চড়তে পারে বলে জানিয়েছে আলিপুর। রাজ্যের সব জেলাতেই রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। তবে তার পর থেকে রবিবার পর্যন্ত তাপমাত্রার পরিবর্তন হওয়ার বিশেষ সম্ভাবনা নেই। বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস। বুধবার ভোরে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.৯ ডিগ্রি বেশি। সারা দিন আকাশ আংশিক মেঘলা থাকবে বলে জানিয়েছে আলিপুর।

Advertisement
আরও পড়ুন