Delhi Murder Case

বচসার পর দিল্লির রাস্তায় যুবককে ফেলে কোপালেন তিন জন! সিসিটিভিতে ধরা পড়ল দৃশ্য

দিল্লির জাহাঙ্গিরপুরী এলাকায় গত ২৬ ডিসেম্বর একটি খুনের ঘটনা ঘটে। প্রকাশ্যে রাস্তায় ফেলে এক যুবককে কোপান তিন জন। তাঁদের মধ্যে এক জনকে সম্প্রতি গ্রেফতার করা হয়েছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২৫ ১৬:২০
দিল্লির রাস্তায় যুবককে প্রকাশ্যে কুপিয়ে খুনের অভিযোগ।

দিল্লির রাস্তায় যুবককে প্রকাশ্যে কুপিয়ে খুনের অভিযোগ। —প্রতীকী চিত্র।

দিল্লির রাস্তায় প্রকাশ্যে খুন। বচসার পর যুবককে রাস্তায় ফেলে কোপানো হল। মোট তিন জন তাঁর উপর চড়াও হয়েছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। সিসিটিভিতেও সেই দৃশ্য ধরা পড়েছে। ঘটনায় এখনও পর্যন্ত এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি দু’জনের সন্ধান চলছে।

Advertisement

দিল্লির জাহাঙ্গিরপুরী এলাকার ঘটনা। মৃতের নাম উমেশ। গত ২৬ ডিসেম্বর রাস্তার উপর থেকে তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে পুলিশ। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী খুনের মামলা রুজু করা হয়। কিন্তু কিছুতেই খুনিদের নাগাল পাওয়া যাচ্ছিল না। সম্প্রতি মূল অভিযুক্ত সুরজকে গ্রেফতার করে পুলিশ।

দিল্লি পুলিশ সূত্রে খবর, সুরজ ছাড়াও এই ঘটনায় বাকি দুই অভিযুক্তের মধ্যে রয়েছেন ঋত্বিক এবং তাঁর নাবালক ভাই। তিন জনকেই ধারালো অস্ত্র দিয়ে উমেশকে কোপাতে দেখা গিয়েছে। কী নিয়ে তাঁদের মধ্যে বচসা হয়েছিল, স্পষ্ট নয়। ঋত্বিক এবং তাঁর ভাইয়ের খোঁজ চলছে।

সম্প্রতি গোপন সূত্রে খবর পেয়ে মুকারবা চক এলাকায় হানা দেয় পুলিশ। সেখান থেকে মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়। পুলিশের জেরার মুখে তিনি খুনের কথা স্বীকার করে নিয়েছেন বলে দাবি। জানিয়েছেন, সে দিন উমেশ এবং তাঁর দলবলের সঙ্গে ঝামেলা হয়েছিল তাঁদের। রাগের মাথায় তাঁরা যুবককে কুপিয়ে খুন করেছেন। কী নিয়ে ঝামেলা, আর কারা এর সঙ্গে যুক্ত, খতিয়ে দেখছে পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে বাকি দু’জনের সন্ধান পাওয়ার চেষ্টা চলছে।

Advertisement
আরও পড়ুন