Man Beheaded in Nasik

বিবাদের জের, মহারাষ্ট্রে প্রতিবেশীর মাথা কেটে নিয়ে সটান থানায় হাজির বাবা-ছেলে! ধৃত দু’জনেই

পুলিশ সূত্রে খবর, দীর্ঘ দিন ধরে অভিযুক্ত সুরেশ বোকের সঙ্গে প্রতিবেশী গুলাব রামচন্দ্র ওয়াঘমারের গন্ডগোল চলছিল। মাধেমধ্যেই দু’পক্ষের মধ্যে ছোটখাটো অশান্তি হত।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২৫ ১৮:২১
প্রতিবেশীকে খুনের অভিযোগ প্রৌঢ়ের বিরুদ্ধে। প্রতীকী ছবি।

প্রতিবেশীকে খুনের অভিযোগ প্রৌঢ়ের বিরুদ্ধে। প্রতীকী ছবি।

প্রতিবেশীকে খুন করে তাঁর মাথা কেটে নেওয়ার অভিযোগ উঠল মহারাষ্ট্রের নাসিকে। বুধবার ঘটনাটি ঘটেছে ডিন্ডোরির নানাশি গ্রামে। বাবা-ছেলে দু’জনকেই গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, দীর্ঘ দিন ধরে অভিযুক্ত সুরেশ বোকের সঙ্গে প্রতিবেশী গুলাব রামচন্দ্র ওয়াঘমারের গন্ডগোল চলছিল। মাধেমধ্যেই দু’পক্ষের মধ্যে ছোটখাটো অশান্তি হত। তবে বুধবার সেই অশান্তি চরমে ওঠে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, সকালেই সুরেশের সঙ্গে ঝামেলা শুরু হয় গুলাবের। প্রথমে কথা কাটাকাটি হয়। তার পর তা হাতাহাতিতে পৌঁছয়। অভিযোগ, আচমকাই ধারালো অস্ত্র বার করে রামচন্দ্রের উপর হামলা চালান সুরেশ এবং তাঁর ছেলে। তার পর তাঁর মাথা কেটে ফেলেন।

এই দৃশ্য দেখে প্রতিবেশীরা আতঙ্কিত হয়ে পড়েন। এলাকায় হুলস্থুল পড়ে যায়। রামচন্দ্রের কাটা মাথা নিয়ে সুরেশ এবং তাঁর ছেলে নানশি থানায় সটান হাজির হন। হাতে কাটা মুন্ডু নিয়ে দুই ব্যক্তিকে থানায় প্রবেশ করতে দেখে হতচিকত হয়ে পড়েন পুপলিশকর্মীরাও। সুরেশ এবং তাঁর ছেলেকে তৎক্ষণাৎ আটক করা হয়।

রামচন্দ্রের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে বাবা-ছেলেকে পরে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, দীর্ঘ দিন ধরেই দুই পরিবারের মধ্যে একটা সমস্যা চলছিল। সেই সমস্যা আরও বাড়ে একটি সন্দেহকে ঘিরে। সুরেশের কন্যা বাড়ি ছেড়ে অন্য একটি ছেলের সঙ্গে পালিয়ে গিয়েছে। সুরেশের সন্দেহ তাঁর কন্যাকে পালাতে সাহায্য করেন রামচন্দ্র। আর সেই সন্দেহের বশেই রামচন্দ্রের সঙ্গে বুধবার ঝামেলার সূত্রপাত।

Advertisement
আরও পড়ুন