Delhi Cafe Owner's Death

‘আমার জীবন নষ্ট করে দিয়েছ’! স্বামীকে ফোনে বলেন স্ত্রী? দিল্লির ক্যাফে মালিকের মৃত্যুতে রহস্য

২০১৬ সালে পুনীতের সঙ্গে মণিকার বিয়ে হয়। তাঁর দু’জনে একটি ক্যাফে খোলেন। দু’বছর আগে সেটি বন্ধ হয়ে যায়। তার পর দু’জনে একটি বেকারি খোলেন। বর্ষশেষের রাতে পুনীতের ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২৫ ১৭:২৫
(বাঁ দিকে) দিল্লির ক্যাফে মালিক পুনীত খুরানা। (ডান দিকে) পুনীতের স্ত্রী মণিকা। ছবি: সংগৃহীত।

(বাঁ দিকে) দিল্লির ক্যাফে মালিক পুনীত খুরানা। (ডান দিকে) পুনীতের স্ত্রী মণিকা। ছবি: সংগৃহীত।

দিল্লির ক্যাফে মালিক পুনীত খুরানার মৃত্যুর ঘটনায় আরও একটি অডিয়ো প্রকাশ্যে এসেছে। যদিও সেই অডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। বেশ কয়েকটি সংবাদমাধ্যমে প্রতিবেদন অনুযায়ী, ১৫ মিনিটের একটি কল রেকর্ড পুলিশের কাছে দিয়েছে পুনীতের পরিবার।

Advertisement

ওই অডিয়ো ক্লিপে এক মহিলার সঙ্গে কথা কাটাকাটি হতে শোনা গিয়েছে পুনীতের। মহিলাকে বলতে শোনা গিয়েছে, ‘‘তোমার মুখ দেখতে চাই না। আমার সামনে এলে চড় মারব।’’ এর পরই কথোপকথন আরও উত্তপ্ত হয়ে ওঠে। আরও বলতে শোনা যায়, ‘‘বিচ্ছেদ হলে কি ব্যবসা থেকে সরিয়ে দেবে? তার পরই আবার আমাকে বলবে, যদি হুমকি দাও তা হলে আত্মহত্যা করব।’’

তার পরই একটি পুরুষ কণ্ঠ শোনা যায়। তিনি বলেন, ‘‘এ সব বলে আর লাভ নেই। শুধু বল তুমি কী চাও।’’ তার পরই আবার ওই মহিলাকে বলতে শোনা যায়, ‘‘তুমি আমার জীবন শেষ করে দিয়েছ!’’ প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে, এই কথোপকথন পুনীত এবং তাঁর স্ত্রীর। পুনীতের পরিবারের দাবি, মৃত্যুর আগে সমস্ত ফোনে রেকর্ড করেছেন তাঁদের ছেলে। যদিও সব অডিয়ো এবং ভিডিয়ো খতিয়ে দেখছে পুলিশ।

২০১৬ সালে পুণীতের সঙ্গে মণিকার বিয়ে হয়। তাঁর দু’জনে একটি ক্যাফে খোলেন। দু’বছর আগে সেটি বন্ধ হয়ে যায়। তার পর দু’জনে একটি বেকারি খোলেন। বর্ষশেষের রাতে পুনীতের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, পুনীতকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছেন তাঁর স্ত্রী। তাঁর উপর মানসিক নির্যাতন করা হয়েছে। হুমকি দেওয়া হচ্ছিল। আত্মহত্যা না খুন তা নিয়েও প্রশ্ন তুলেছে পুনীতের পরিবার।

Advertisement
আরও পড়ুন