রান্নার গ্যাসের দামবৃদ্ধি। —প্রতিনিধিত্বমূলক চিত্র।
দাম বাড়ল রান্নার গ্যাসের। সিলিন্ডার প্রতি ৫০ টাকা করে দামবৃদ্ধির কথা সোমবার ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় থাকা ক্রেতাদেরও গুনতে হবে অতিরিক্ত দাম। কলকাতায় এত দিন রান্নার গ্যাসের দাম ছিল ৮২৯ টাকা। ৫০ টাকা বৃদ্ধির ফলে বর্তমানে রান্নার গ্যাসের দাম দাঁড়াল ৮৭৯ টাকা।
কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিংহ পুরী সোমবার জানিয়েছেন, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধাপ্রাপ্ত ক্রেতাদের এত দিন রান্নার গ্যাসের একটি সিলিন্ডার কিনতে ৫০০ টাকা দিতে হত। দামবৃদ্ধির ফলে তাঁদের ৫৫০ টাকা করে দিতে হবে। অন্য ক্রেতাদের এত দিন ১৪.২ কেজি রান্নার গ্যাসের একটি সিলিন্ডার কিনতে দিতে হত ৮০৩ টাকা। দামবৃদ্ধির ফলে তাঁদের দিতে হবে ৮৫৩ টাকা। তিনি আরও জানিয়েছেন, প্রতি দু’ থেকে তিন সপ্তাহ অন্তর জ্বালানি এবং এলপিজির দাম পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনা করেই এলপিজির দামবৃদ্ধি করা হয়েছে।
পেট্রল এবং ডিজেলের উপরেও ২ টাকা করে শুল্কবৃদ্ধি করেছে কেন্দ্রীয় সরকার। এর ফলে এক লিটার পেট্রলের শুল্ক হয়েছে ১৩ টাকা। এক লিটার ডিজেলের শুল্ক হয়েছে ১০ টাকা। এই প্রসঙ্গে পুরী জানিয়েছেন, সাধারণ মানুষকে সমস্যায় ফেলতে এই সিদ্ধান্ত নেওয়া হয়নি। বরং তেল সংস্থাগুলির ক্ষতি কিছুটা কমাতেই এই পদক্ষেপ। কেন্দ্রীয় মন্ত্রী আরও জানিয়েছেন, গ্যাসের দামে ভর্তুকি দেওয়ার কারণে তেল সংস্থাগুলির ৪৩ হাজার কোটি টাকা লোকসান হয়েছে।
গত সপ্তাহে বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কমেছে। সিলিন্ডার প্রতি ৪১ টাকা করে কমেছে দাম। এর ফলে সুবিধা হয়েছে রেস্তরাঁ, হোটেলগুলির। এ বার রান্নার গ্যাসের দাম বৃদ্ধি হওয়ার ফলে কিছুটা হলেও বিপাকে গৃহস্থ। এই নিয়ে মোদী সরকারকে একহাত নিয়েছে তৃণমূল। তাদের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, গরিবদের পকেটে আগুন জ্বালিয়ে দিয়েছে বিজেপি সরকার। বাংলার মানুষ পয়লা বৈশাখ উদযাপনের প্রস্তুতি নিচ্ছে। মোদী সরকারের এই সিদ্ধান্তে তাঁরা ধাক্কা খাবেন।