Kerala

ঝগড়া নয়, জঙ্গি হানা? কেরলে ৩ ট্রেনযাত্রীকে পুড়িয়ে মারার ঘটনার তদন্তে নামল ‘সিট’

রবিবার রাতে কোঝিকোড়ের অদূরে আলপ্পুজা-কান্নুর এগ্‌জিকিউটিভ এক্সপ্রেসের ডি-১ কামরায় ওই ‘অগ্নিকাণ্ডের’ ঘটনায় ৩ জনের মৃত্যু হয়। আহত হন ৯ জন।

Advertisement
সংবাদ সংস্থা
তিরুঅনন্তপুরম শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৩ ১৮:৩৯
Kerala train attack: SIT to probe case! police say, terror angle not ruled out

কেরলে ট্রেনে আগুনের ঘটনার তদন্তে নামল ‘সিট’। ছবি: সংগৃহীত।

প্রাথমিক ভাবে ‘খবর’ এসেছিল বচসার জেরেই রবিবার রাতে তিন যাত্রীকে পুড়িয়ে মারা হয় ট্রেনের কামরায়। কিন্তু এর পর অভিযোগ ওঠে, এটি পরিকল্পনা মাফিক খুনের ঘটনা। এমনকি, ঘটনার নেপথ্যে একটি ‘কট্টরপন্থী’ গোষ্ঠীর ‘ভূমিকা’ রয়েছে বলেও অভিযোগ ওঠে।

এই পরিস্থিতিতে সক্রিয় হয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী তথা সিপিএম নেতা পিনারাই বিজয়ন। জানিয়েছেন, কেরল পুলিশের ‘বিশেষ তদন্তকারী দল’ (সিট) ঘটনার তদন্ত করবে। বিজয়ন সোমবার বলেন, ‘‘পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে আমরা সিট তদন্তের সিদ্ধান্ত নিয়েছি।’’

Advertisement

প্রসঙ্গত, রবিবার রাতে কোঝিকোড়ের অদূরে আলপ্পুজা-কান্নুর এগ্‌জিকিউটিভ এক্সপ্রেসে ওই ‘অগ্নিকাণ্ডের’ ঘটনায় ৩ জনের মৃত্যু হয়। আহত হন ৯ জন। ট্রেনটি এলাথুর স্টেশনে ঢোকার মুখে ডি১ কোচের যাত্রীদের মধ্যে ঝামেলা শুরু হয়। সে সময় কয়েক জন মিলে তাদের সহযাত্রীদের গায়ে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ।

আরও পড়ুন
Advertisement