Billionaire MLAs of India

১০০ কোটির বিধায়ক সবচেয়ে বেশি ভারতের কোন রাজ্যে? দ্বিতীয় এবং তৃতীয় স্থানে কারা? জানাল রিপোর্ট

দেশের ২৮টি রাজ্য এবং তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলের ৪০৯২ জন বিধায়কের সম্পত্তির খতিয়ান দিয়ে রিপোর্ট প্রকাশ করেছে ‘অ্যাসোসিয়েশন অফ ডেমোক্র্যাটিক রিফর্মস (এডিআর)’।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ মার্চ ২০২৫ ০৯:৪৫

প্রতীকী ছবি।

১০০ কোটি বা তার বেশি টাকার সম্পত্তি রয়েছে, এমন বিধায়কের সংখ্যা সবচেয়ে বেশি দক্ষিণ ভারতের রাজ্য কর্নাটকে। সে রাজ্যের ২২৪ জন বিধায়কের মধ্যে ‘বিলিয়নেয়র’ (অন্তত ১০০ কোটির সম্পত্তির মালিক)-এর সংখ্যা ৩১!

Advertisement

দেশের ২৮টি রাজ্য এবং তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলের ৪০৯২ জন বিধায়কের সম্পত্তির খতিয়ান দিয়ে রিপোর্ট প্রকাশ করেছে ভোট পর্যবেক্ষক সংগঠন ‘অ্যাসোসিয়েশন অফ ডেমোক্র্যাটিক রিফর্মস (এডিআর)’। নির্বাচন কমিশনে দেওয়া তথ্যের ভিত্তিতে তৈরি সেই রিপোর্টেই উঠে এসেছে এই তথ্য। ওই রিপোর্ট বলছে, কর্নাটকের দুই পড়শি অন্ধ্রপ্রদেশ এবং মহারাষ্ট্র রয়েছে তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে। ওই দুই রাজ্যে ১০০ কোটির সম্পত্তির মালিক যথাক্রমে ২৭ এবং ১৮ জন বিধায়ক।

ভারতে মোট ১০০ কোটির বিধায়ক ১১৯ জন বলে জানাচ্ছে এডিআর রিপোর্ট। তার মধ্যে ৭৬ জনই ওই তিন রাজ্যের। দেশের সবচেয়ে ধনী বিধায়ক অবশ্য মহারাষ্ট্রের। মুম্বইয়ের ঘাটকোপার-পূর্ব কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জয়ী নির্মাণ ব্যবসায়ী পরাগ শাহ। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন কর্নাটকের উপমুখ্যমন্ত্রী তথা কংগ্রেস বিধায়ক ডিকে শিবকুমার। তাঁর মোট ১ হাজার ৪১৩ কোটি টাকার সম্পত্তি রয়েছে।

এ ছাড়া তালিকায় রয়েছেন, কর্নাটকের নির্দল বিধায়ক পুত্তুস্বামী গৌড়া (১ হাজার ২৬৭ কোটি), সে রাজ্যের কংগ্রেস বিধায়ক প্রিয়কৃষ্ণ (১ হাজার ১৫৬ কোটি), অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা তেলুগু দেশম পার্টির বিধায়ক এন চন্দ্রবাবু নায়ডু (৯৩১ কোটি) তাঁর দলের দুই বিধায়ক পি নারায়ণ (৮২৪ কোটি) এবং ভি পার্থসারথি রেড্ডি (৭১৬ কোটি) এবং অন্ধ্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ওয়াইএসআর কংগ্রেসের প্রধান জগন্মোহন রেড্ডি (৭৫৭ কোটি)।

Advertisement
আরও পড়ুন