Blood Donation

রোজা রেখে রক্তদান

পারুলবালা প্রধানে নামে এক প্রবীণার হাত ভেঙে যাওয়ায় অস্ত্রোপচারের পরামর্শ দেন চিকিৎসক। তাঁর রক্ত ‘বি নেগেটিভ’। ২ ইউনিটের জায়গায় এক ইউনিটের ব্যবস্থা হয়।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৫ ০৯:১২
সাহিল শেখ।

সাহিল শেখ। —নিজস্ব চিত্র।

রোজা রেখেই রক্ত দিলেন সাগরদিঘির দুই যুবক। সন্তোষপুরের নুরাইন শেখ। তিনি পেশায় রাজমিস্ত্রি। অন্য জন সাগরদিঘির পোপাড়ার বাসিন্দা সাহিল শেখ, পেশায় ছোট ব্যবসায়ী ।

Advertisement

পারুলবালা প্রধানে নামে এক প্রবীণার হাত ভেঙে যাওয়ায় অস্ত্রোপচারের পরামর্শ দেন চিকিৎসক। তাঁর রক্ত ‘বি নেগেটিভ’। ২ ইউনিটের জায়গায় এক ইউনিটের ব্যবস্থা হয়। শেষ পর্যন্ত খোঁজ পান সাগরদিঘির এক স্বেচ্ছাসেবী সংস্থার। সংস্থার সম্পাদক সঞ্জীব দাস বলেন, ‘‘বহু খুঁজে নুরাইনের খোঁজ মেলে সোমবার। রাজমিস্ত্রির কাজে গেছেন তিনি জগদ্দলে। অনুরোধ করতেই রাজি নুরাইন। কাজ ফেলে রেখেই রক্ত দিলেন তিনি।’’

এ দিনই সাগরদিঘির হাসপাতালে ভর্তি হয় থ্যালাসেমিয়া আক্রান্ত ৯ বছরের বালক ফারিক মণ্ডল। হিমোগ্লোবিনের মাত্রা খুব কমে যায়। রক্তের গ্রুপ ‘বি পজিটিভ’। ফারিকের বাবা দ্বারস্থ হন স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে। তারাই যোগাযোগ করেন এক রক্তদাতা পোপাড়ার সাহিল শেখের সঙ্গে। রোজা রেখেই রক্ত দেন সাহিল।সঞ্জীব বলেন, ‘‘রোজা রেখেও দু’জনেই যে ভাবে রক্ত দিতে এগিয়ে এসেছেন এটা খুবই ভাল লাগছে।’’

Advertisement
আরও পড়ুন