D K Shivakumar

ভোটপ্রচারে গিয়ে ৫০০ টাকার নোট ছড়ালেন কর্নাটকের কংগ্রেস প্রধান ডি কে শিবকুমার!

নির্বাচন উপলক্ষে রাজ্য জুড়ে ‘প্রজা ধ্বনি যাত্রা’ করছে কংগ্রেস। মান্ড্য জেলার বেবিনাহাল্লিতে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন শিবকুমার।

Advertisement
সংবাদ সংস্থা
বেঙ্গালুরু শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৩ ১৩:১৭
D k Shivkumar

ডি কে শিবকুমারের বিরুদ্ধে টাকা ওড়ানোর অভিযোগ। ছবি: সংগৃহীত।

ভোটের প্রচারে বেরিয়ে জনতার উদ্দেশে ৫০০ টাকার নোট ওড়াতে দেখা গেল কর্নাটকের কংগ্রেস প্রধান ডি কে শিবকুমারকে। সেই ঘটনার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। আগামী মে মাসে রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগেই কংগ্রেস নেতার এমন একটি ভিডিয়ো প্রকাশ্যে আসায় কংগ্রেস শিবিরে অস্বস্তি বাড়ল বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

নির্বাচন উপলক্ষে রাজ্য জুড়ে ‘প্রজা ধ্বনি যাত্রা’ করছে কংগ্রেস। মান্ড্য জেলার বেবিনাহাল্লিতে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন শিবকুমার। তাঁকে দেখার জন্য রাস্তার পাশে প্রচুর মানুষ ভিড় করেছিলেন। কয়েকশো কর্মী সমর্থকও ওই রোড শোয়ে ছিলেন। শিবকুমারকে তখন দেখা যায়, গাড়ির ছাদে দাঁড়িয়ে ৫০০ টাকার নোট রাস্তার পাশে দাঁড়ানোর লোকের ভিড়ে ছুড়ে দিলেন।

Advertisement

গত ২৫ মার্চ ১২৪ জনের প্রার্থিতালিকা প্রকাশ করেছে কংগ্রেস। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বরুণ থেকে নির্বাচনে লড়বেন। অন্য দিকে, কনকপুরা বিধানসভা ক্ষেত্র থেকে লড়বেন শিবকুমার। এ বার রাজ্যে কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তিনি। মান্ড্য জেলায় ভোক্কালিগা সম্প্রদায়ের ভোট টানতে মরিয়া কংগ্রেস। তাই ওই জেলাতেই জোরকদমে প্রচার চালাচ্ছেন শিবকুমার। জনতা দল (সেকুলার)-এর গড় হিসাবে পরিচিত এই মান্ড্যে নিজেদের ক্ষমতা মজবুত করতে চাইছে কংগ্রেস। তাই ওই জেলার বিভিন্ন প্রান্ত ভোটপ্রচার চালাচ্ছেন শিবকুমার। মঙ্গলবার ওই জেলার বেভিনাহাল্লিতে ভোটপ্রচারে গিয়ে শিবকুমারকে টাকা ওড়াতে দেখা গিয়েছে বলে অভিযোগ উঠেছে।

আরও পড়ুন
Advertisement