ওমর আবদুল্লা। —ফাইল চিত্র।
শ্রীনগরে শুক্রবারের রাতটা ছিল বিগত অর্ধ শতাব্দীর শীতলতম রাত। তাপমাত্রা নেমে গিয়েছিল মাইনাস ৮.৫ ডিগ্রি সেলসিয়াসে। এই প্রবল ঠান্ডার জেরে বিপর্যস্ত জম্মু-কাশ্মীরের জনজীবন। পাইপে জল জমে বরফ হয়ে যাওয়ায় জলসঙ্কট দেখা দিয়েছে। পাশাপাশি বিদ্যুৎ সরবরাহ অনিয়মিত হওয়ায় বিপাকে বাসিন্দারা। এই অবস্থায় পরিস্থিতি খতিয়ে দেখতে এবং জনসাধারণের পাশে থাকার বার্তা দিতে আগামী এক সপ্তাহ শ্রীনগরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।
এক্স হ্যান্ডলে ওমর লিখেছেন, ‘প্রবল ঠান্ডায় কাশ্মীর উপত্যকার জল ও বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত। আমি আগামী এক সপ্তাহের সমস্ত কর্মসূচি বাতিল করে শ্রীনগরে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। নিজে উপস্থিত থেকে পরিস্থিতি খতিয়ে দেখতে চাই’। আগামী এক সপ্তাহে জম্মুর কিছু অনুষ্ঠানে ওমরের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। সে সব বাতিল করায় তিনি দুঃখপ্রকাশ করেছেন। ওমর বলেছেন, ‘‘আমার সিদ্ধান্তে অনুষ্ঠানের আয়োজকেরা সমস্যার পড়লেন বলে আমি দুঃখিত।’’
সম্প্রতি জয়সলমেরে গিয়েছিলেন ওমর। সোমবার সকালেই তাঁর শ্রীনগরে ফেরার কথা। রাজ্যের এই সঙ্কটে প্রশাসনের ভূমিকা নিয়ে অসন্তোষ জমা হচ্ছিল। তা মেটাতেই ওমরের শ্রীনগরে থাকার সিদ্ধান্ত বলে মনে করছেন রাজনীতিকেরা। শুক্রবার রাতের পরে আজ শ্রীনগরের তাপমাত্রা অল্প হলেও স্বস্তি দিয়েছে মানুষকে। রবিবারের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৪.৬ ডিগ্রি সেলসিয়াস। কাশ্মীরের অন্য এলাকাতেও তাপমাত্রার সামান্য উন্নতি হয়েছে। তবে সে সব জায়গায় তাপমাত্রা মাইনাসের নীচেই ছিল। আজ সবচেয়ে বেশি ঠান্ডা ছিল সোপিয়ানে। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৮.১ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু’দিনে তাপমাত্রা ১-২ ডিগ্রি বাড়বে। ২৬ ডিসেম্বরের পরে ফের ২-৩ ডিগ্রি তাপমাত্রা কমবে।