Omicron

Omicron: বিয়েতে দক্ষিণ আফ্রিকা থেকে আসা পরিবারের ৪ জনের শরীরে করোনা, ওমিক্রন-উদ্বেগ

বিয়েতে আরও অন্তত ১০০ জন অতিথি ছিলেন। এখন তাঁদের খোঁজ চলছে বলেই জানানো হয়েছে স্বাস্থ্য দফতরের তরফে।

Advertisement
সংবাদ সংস্থা
জয়পুর শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২১ ২২:৩৩
সংস্পর্শে আসা আরও পাঁচ জন সংক্রমিত হওয়ায় বাড়ল উদ্বেগ।

সংস্পর্শে আসা আরও পাঁচ জন সংক্রমিত হওয়ায় বাড়ল উদ্বেগ।

দক্ষিণ আফ্রিকা থেকে জয়পুর এসে কোভিড ধরা পড়ল একই পরিবারের চার জনের। একটি বিয়েতে এসেছিলেন তাঁরা। সেখানে চার দিন কাটানোর পর তাঁদের শরীরে ধরা পড়েছে কোভিড। শুধু তাই নয়, তাঁদের সংস্পর্শে আসা আরও পাঁচ জন সংক্রমিত হওয়ায় বাড়ল উদ্বেগ। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, দক্ষিণ আফ্রিকা থেকে আসা ওই চার জন ওমিক্রন রূপে আক্রান্ত। যদিও এখনও তাঁদের জিনোম সিকোয়েন্সিংয়ের রিপোর্ট সামনে আসেনি।

রাজস্থানের স্বাস্থ্য দফতর সূত্রে খবর, গত ২৫ নভেম্বর দক্ষিণ আফ্রিকা থেকে ওই পরিবারটি এসেছিল। গত রবিবার বিয়ের অনুষ্ঠানে যোগ দেন তাঁরা। বৃহস্পতিবার তাঁদের কোভিড রিপোর্ট পজিটিভ আসে। তাঁদের বর্তমানে ‘রাজস্থান ইউনিভার্সিটি অব হেল্থ সায়েন্সস’ ভর্তি করানো হয়েছে।

ওই বিয়েতে আরও অন্তত ১০০ জন অতিথি ছিলেন। এখন তাঁদের খোঁজ চলছে বলে জানানো হয়েছে স্বাস্থ্য দফতরের তরফে।

Advertisement

জয়পুর-১-এর মুখ্য স্বাস্থ্য আধিকারিক নরোত্তম শর্মা বলেন, ‘‘ওই চার জন ছাড়াও আরও পাঁচ জনের শরীরে কোভিড ধরা পড়েছে। তাঁরা ওই পরিবারের বিভিন্ন সদস্যের সংস্পর্শে এসেছিলেন। বিয়েতে বাকি যাঁরা ছিলেন, তাঁদের খোঁজ করা হচ্ছে।’’

আরও পড়ুন
Advertisement