ব্রিগেডিয়ার স্তরের বৈঠকে ভারত-পাকিস্তান। ছবি: এক্স হ্যান্ডল থেকে নেওয়া।
জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) সংঘর্ষবিরতি এবং সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে আবার বৈঠক করল ভারত ও পাক সেনা। জম্মুর পুঞ্চ সেক্টরে বৃহস্পতিবার ব্রিগেডিয়ার স্তরের এই ‘ফ্ল্যাগ মিটিং’ হয়েছে বলে সেনা জানিয়েছে।
এলওসি এলাকায় সংঘর্ষবিরতি কার্যকর করতে ২০০৩ সালে একমত হয়েছিল নয়াদিল্লি-ইসলামাবাদ। ২০২১ সালের ২৫ ফেব্রুয়ারি ভারত ও পাকিস্তান সংঘর্ষবিরতি চুক্তি পুনর্নবীকরণ করেছিল। খাতায়কলমে এই নিয়ম এখনও বহাল। কিন্তু, প্রায়শই দু’দেশের সেনা পরস্পরের বিরুদ্ধে সংঘর্ষবিরতি ভঙ্গের অভিযোগ তোলে। সূত্রের খবর, সংঘর্ষবিরতি চুক্তির প্রাথমিক পর্যায়ে ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর ডিজিএমও-প্রতিনিধি স্তরে প্রত্যেক বৃহস্পতিবার একটি দ্বিপাক্ষিক বৈঠক হত। ওই ‘ফ্ল্যাগ মিটিং’-এ ব্রিগেডিয়ার স্তরের অফিসারেরা অংশগ্রহণ করতেন।
পরবর্তী সময়ে তা কিছুটা অনিয়মিত হয়ে পড়েছিল। কিন্তু সম্প্রতি এলওসিতে শান্তি ফেরাতে দুই দেশই যোগাযোগ ও সমন্বয় বৃদ্ধির উপর জোর দিয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর। চলতি মাসে এই নিয়ে দ্বিতীয় বার দুই সেনার ফ্ল্যাগ মিটিং হল। এর আগে গত ২ এপ্রিল, চাকান-দা-বাগ ক্রসিং পয়েন্ট এলাকায় প্রায় ৭৫ মিনিট ব্রিগেড কমান্ডার-স্তরের ‘ফ্ল্যাগ মিটিং’ অনুষ্ঠিত হয়েছিল। যেখানে উভয় পক্ষই সীমান্তে শান্তি বজায় রাখার প্রয়োজনীয়তা সম্পর্কে সহমত হয়। ঘটনাচক্রে, তার আগের দিন পাক সেনার বিরুদ্ধে পুঞ্চের নিয়ন্ত্রণরেখায় বিনা প্ররোচনায় গুলি চালানোর অভিযোগ উঠেছিল।