ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁ। —ফাইল চিত্র।
আগামী জুন মাসেই প্যালেস্টাইনকে স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্রের মর্যাদা দিতে পারে ফ্রান্স। এই বার্তা দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁ। গাজ়ায় ইজ়রায়েলি হামলার আবহে বুধবার মাকরেঁর বার্তা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
মাকরঁ বলেন, ‘‘ইজ়রায়েল–প্যালেস্টাইন সংঘাত নিয়ে আগামী জুনে রাষ্ট্রপুঞ্জে একটি সম্মেলন হবে। সৌদি আরবের সঙ্গে ফ্রান্স ওই সম্মেলনের যুগ্ম-চেয়ারম্যান পদের দায়িত্ব পালন করবে। ওই সম্মেলনেই ফ্রান্সের পক্ষ থেকে প্যালেস্টাইন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি চূড়ান্ত করার চেষ্টা হবে। আমেরিকা এবং তার ঘনিষ্ঠ পশ্চিম ইউরোপের অধিকাংশ দেশে ইজ়রায়েলের পাশে দাঁড়িয়ে প্যালেস্টাইনের স্বাধীনতার দাবি খারিজ করেছে দীর্ঘ দিন ধরে। কিন্তু এই ঘটনার সেই ধারাবাহিকতায় ইতি টানার সূচনা হল বলে মনে করা হচ্ছে।
ইজ়রায়েলের আপত্তি উড়িয়ে গত বছরই ইউরোপের তিন দেশ—স্পেন, আয়ারল্যান্ড এবং নরওয়ে রাষ্ট্রের মর্যাদা দিয়েছে প্যালেস্টাইনকে। জানিয়েছে, রাষ্ট্র স্বীকৃতির এই সিদ্ধান্ত ইজ়রায়েলের বিরুদ্ধেও নয়, হামাসের পক্ষেও নয়। এই সিদ্ধান্ত স্রেফ শান্তির সমর্থনে। ‘দুই রাষ্ট্র’ তত্ত্বে সমর্থন জানিয়ে একই পথে হাঁটার বার্তা দিয়ে মাকরঁ বলেছেন, ‘‘আমাদের অবশ্যই প্যালেস্টাইনকে রাষ্ট্রের মর্যাদা দেওয়ার বিষয়ে অগ্রসর হতে হবে।’’ গত বছর মে মাসের গোড়ায় রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ১৯৩ দেশের মধ্যে ১৪৩টি দেশ প্যালেস্টাইনকে সদস্য রাষ্ট্র করার পক্ষে ভোট দিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত আমেরিকা সেই প্রস্তাবের বিরোধিতায় অটল থাকায় তা কার্যকর হয়নি।