Manish Sisodia

‘আমি নই, চক্রীদের আসল লক্ষ্য কেজরীওয়াল’! সিসৌদিয়ার ইস্তফাপত্রেও ‘রাজনৈতিক প্রতিহিংসা’

মিথ্যা মামলায় গ্রেফতার হতে হলেও তিনি ভীত নন জানিয়ে মণীশ পদত্যাগপত্রে লিখেছেন, ‘‘ভারতের স্বাধীনতা সংগ্রামের সেনানীরা আমার প্রেরণার উৎস।’’

Advertisement
সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৩ ২২:২৯
In resignation letter Manish Sisodia says, ‘not me, their target is Arvind Kejriwal’

ইস্তফাপত্রে বিজেপিকে নিশানা ধৃত মণীশ সিসৌদিয়ার। ফাইল চিত্র।

গ্রেফতারির তিন দিনের মাথায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালের কাছে তিন পাতার ইস্তফা পাঠিয়েছেন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়া। কিন্তু সেখানে সরাসরি পদত্যাগের প্রসঙ্গ না লিখে তাঁর মন্তব্য, ‘‘আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলি মিথ্যা প্রমাণিত না হওয়া পর্যন্ত দূরেই থাকব।’’

দিল্লির সদ্য পদত্যাগী উপমুখ্যমন্ত্রী ইস্তফায় জানিয়েছেন, রাজনৈতিক প্রতিহিংসা মেটাতেই কিছু কাপুরুষ এবং দুর্বল মানুষ তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। সেই সঙ্গেই মণীশের দাবি, ‘‘আমি নই, ওদের আসল লক্ষ্য অরবিন্দ কেজরীওয়াল।’’ আবগারি দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার মণীশ লিখেছেন, ‘‘সত্যের জন্য লড়াই আমাকে রাজনৈতিক শক্তি জোগাবে।’’

Advertisement

মিথ্যা মামলায় গ্রেফতার হতে হলেও তিনি ভীত নন জানিয়ে মণীশ পদত্যাগপত্রে লিখেছেন, ‘‘ভারতের স্বাধীনতা সংগ্রামের সেনানীরা আমার প্রেরণার উৎস।’’

ক্ষমতাসীন আম আদমি পার্টি (আপ)-র একটি সূত্র মঙ্গলবার জানাচ্ছে, মার্চ মাসে রাজ্য বিধানসভার বাজেট পেশ না হওয়া পর্যন্ত কেজরীওয়াল মন্ত্রিসভার সম্প্রসারণ হবে না। মণীশ এবং আর এক জেলবন্দি পদত্যাগী মন্ত্রী সত্যেন্দ্র জৈনের দফতরগুলি ভাগাভাগি করে সামলাবেন দুই মন্ত্রী, কৈলাস গহলৌত এবং রাজকুমার আনন্দ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement