Jharkhand Murder

ঝাড়খণ্ডে স্ত্রীকে খুনের পর ১২ টুকরো করলেন স্বামী! পরিত্যক্ত বাড়ি থেকে খণ্ডবিখণ্ড দেহ উদ্ধার

সাহেবগঞ্জের পুলিশ সুপার জানিয়েছেন, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, মহিলার দেহ কাটতে কোনও বৈদ্যুতিক করাত বা ধারালো অস্ত্র ব্যবহার করা হয়েছে।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২২ ১২:৫৪
পরিত্যক্ত বাড়ি থেকে মহিলার খণ্ডবিখণ্ড দেহ উদ্ধার। প্রতীকী ছবি।

শ্রদ্ধা ওয়ালকর কাণ্ডের ছাড়া এ বার ঝাড়খণ্ডে। স্ত্রীকে খুন করার পর ১২ টুকরো করে কেটে ফেলার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। শনিবার সন্ধ্যায় সাহেবগঞ্জের বোরিয়ো থানা এলাকার একটি পুরনো ভাঙা বাড়ি থেকে দেহাংশগুলি উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, শনিবার সন্ধ্যায় মহিলার খণ্ডবিখণ্ড দেহ উদ্ধার হয়েছে। অভিযুক্তের নাম দিলদার আনসারি। প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে, দিলদারের দু’টি বিয়ে। যে মহিলার দেহ উদ্ধার হয়েছে, তিনি দিলদারের দ্বিতীয় স্ত্রী। বেশ কয়েক দিন ধরেই নিখোঁজ ছিলেন মহিলা। তাঁর পরিবার পুলিশে একটি নিখোঁজ ডায়েরি করেন। তদন্তে নেমে শনিবার মহিলার দেহ উদ্ধার করে পুলিশ।

Advertisement

সাহেবগঞ্জের পুলিশ সুপার জানিয়েছেন, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, মহিলার দেহ কাটতে কোনও বৈদ্যুতিক করাত বা ধারালো অস্ত্র ব্যবহার করা হয়েছে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। দলের মুখপাত্র প্রতুল সহদেব বলেন, “হেমন্ত সোরেনের সরকারের শাসনকালে রাজ্যে মেয়েদের উপর অত্যাচারের মাত্রা বেড়েছে। তার পরেও সরকার কেনও রকম পদক্ষেপ করছে না। সরকার যদি কোনও পদক্ষেপ না করে তা হলে আমরা এ বার রাস্তায় নেমে প্রতিবাদ করব।”

Advertisement
আরও পড়ুন