Uttarakhand Landslide

পাহাড়ের একাংশ ভেঙে পড়ল উত্তরাখণ্ডের দারচুলা-তাওয়াঘাট সড়কে! অল্পের জন্য রক্ষা পর্যটকদের

স্থানীয় সূত্রে খবর, শনিবার বিকেলে আচমকাই জাতীয় সড়কের উপর পাহাড়ের একাংশ ভেঙে নেমে আসে। যে সময় ভূমিধস নামে সেই সময় সড়কে খুব বেশি গাড়ি ছিল না।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২৪ ১৭:৫৬
ভূমিধসের সেই দৃশ্য ক্যামেরাবন্দি করছেন পথচারীরা। ছবি: সংগৃহীত।

ভূমিধসের সেই দৃশ্য ক্যামেরাবন্দি করছেন পথচারীরা। ছবি: সংগৃহীত।

উত্তরাখণ্ডের পিথোরাগড়ে দারচুলা-তাওয়াঘাট-লিপুলেখ সড়কে বড়সড় ধস নামল শনিবার। যার জেরে তাওয়াঘাট-দারচুলা জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। যানজটের সৃষ্টি হয়। ভূমিধসের খবর পেয়েই ঘটনাস্থলে যান মহকুমাশাসক মনজিৎ সিংহ। পুলিশও ঘটনাস্থলে হাজির হয়। জাতীয় সড়ক থেকে বড় বড় পাথরের চাঁই সরানোর কাজ শুরু হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, শনিবার বিকেলে আচমকাই জাতীয় সড়কের উপর পাহাড়ের একাংশ ভেঙে নেমে আসে। যে সময় ভূমিধস নামে সেই সময় সড়কে খুব বেশি গাড়ি ছিল না। তবে পর্যটকদের একটি দল অল্পের জন্য রক্ষা পেয়েছে। গাড়ির চাপ বেশি থাকলে বড় দুর্ঘটনা ঘটতে পারত বলে জানিয়েছেন স্থানীয়েরা।

পিথোরাগড়ের জেলাশাসক বিনোদ গোস্বামী জানিয়েছেন, তাওয়াঘাটের কাছে বড় ভূমিধস হয়েছে। পাহাড়ের একাংশ ভেঙে পড়ায় জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়েছে। তিনি বলেন, ‘‘বিআরওর আধিকারিকেরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাস্তা পরিষ্কারের কাজ করছেন। এই ধসের জেরে লিপুলেখ যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গিয়েছে।’’

মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামী ভূমিধসের ঘটনার খোঁজখবর নিয়েছেন। দ্রুতা রাস্তা পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টাও হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Advertisement
আরও পড়ুন