Huge Money Recovered

শিক্ষা আধিকারিকের বাড়িতে তল্লাশি বিহারে, দু’টি ঘরে ‘নোটের পাহাড়’! আনা হল টাকা গোনার যন্ত্র

পটনা থেকে ভিজিল্যান্সের যে আধিকারিকরা এসেছেন, তাঁরা ডিইও রজনীকান্তকে জিজ্ঞাসাবাদ করছেন। সূত্রের খবর, সকাল থেকে তল্লাশিতে কয়েক কোটি টাকা নগদ উদ্ধার হয়েছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২৫ ১৩:২১
উদ্ধার হওয়া সেই টাকা। ছবি: সংগৃহীত।

উদ্ধার হওয়া সেই টাকা। ছবি: সংগৃহীত।

এ বার বিহার। শিক্ষা দফতরের এক আধিকারিকের বাড়িতে তল্লাশি চালিয়ে কোটি কোটি টাকা উদ্ধার করল ভিজিল্যান্স দল। বৃহস্পতিবার বেতিয়ার জেলা শিক্ষা আধিকারিক (ডিইও) রজনীকান্ত প্রবীণের বাড়িতে তল্লাশি অভিযানে যায় ভিজিল্যান্স দল। সকাল থেকেই তল্লাশি অভিযান চলছে।

Advertisement

পটনা থেকে ভিজিল্যান্সের যে আধিকারিকরা এসেছেন, তাঁরা ডিইও রজনীকান্তকে জিজ্ঞাসাবাদ করছেন। সূত্রের খবর, সকাল থেকে তল্লাশিতে কয়েক কোটি টাকা নগদ উদ্ধার হয়েছে। টাকা গোনার জন্য যন্ত্রও আনানো হয়েছে বলে জানা গিয়েছে। শুধু ডিইওর বাড়িতেই নয়, তাঁর অন্য কয়েকটি ঠিকানাতেও তল্লাশি চলছে বলে পুলিশ সূত্রে খবর।

ডিইওর বিরুদ্ধে আয়-বহির্ভূত সম্পত্তির অভিযোগ উঠেছিল। তাঁর বিরুদ্ধে আর্থিক দুর্নীতিরও অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার তল্লাশি অভিযান চালায় ভিজিল্যান্স। সূত্রের খবর, সকাল থেকে তল্লাশি অভিযানে নগদ কয়েক কোটি টাকা উদ্ধার হয়েছে। তবে টাকার পরিমাণ কত তা স্পষ্ট হয়নি। বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিও উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ডিইওর বাড়ির দু’টি ঘরে খাটের ভিতর থেকে ৫০০, ১০০ এবং ২০০ টাকার নোটের বান্ডিল উদ্ধার হয়েছে।

Advertisement
আরও পড়ুন