Money Recovered

ভোপালের জঙ্গলে টাকার ‘পাহাড়’! পরিত্যক্ত গাড়িতে মিলল নগদ কয়েক কোটি, ৫২ কেজি সোনা

বৃহস্পতিবার খবর আসে, ভোপালের কাছে একটি জঙ্গলে পরিত্যক্ত গাড়ি থেকে নগদ টাকা পাওয়া গিয়েছে। সেই খবর পেয়েই তল্লাশি অভিযানে যায় আয়কর দফতর।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২৪ ১৬:০৭
জঙ্গলে পরিত্যক্ত গাড়ি থেকে উদ্ধার হওয়া টাকা। ছবি: সংগৃহীত।

জঙ্গলে পরিত্যক্ত গাড়ি থেকে উদ্ধার হওয়া টাকা। ছবি: সংগৃহীত।

মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের এক জঙ্গলে অভিযান চালিয়ে কোটি কোটি টাকা উদ্ধার করল আয়কর দফতর। জঙ্গলে একটি পরিত্যক্ত গাড়ি থেকে ওই টাকা উদ্ধার হয়েছে বলে আয়কর দফতর সূত্রে খবর। শুধু টাকাই নয়, ৫২ কেজি সোনাও পাওয়া গিয়েছে।

Advertisement

গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে মেন্ডোরির কাছে জঙ্গলে একটি গাড়িকে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা গিয়েছে। সেই খবর পাওয়ার পরই জঙ্গলে যায় পুলিশ। তল্লাশি চালানোর সময় গাড়ির ভিতর টাকার স্তূপ দেখতে পায় তারা। সঙ্গে সঙ্গে আয়কর দফতরকে খবর দেওয়া হয়। আয়কর দফতর ঘটনাস্থলে এসে গাড়িটিকে ভাল করে খতিয়ে দেখার সময় প্রায় ১০ কোটি নগদ উদ্ধার করে। পাশাপাশি সোনার বিস্কুটও বাজেয়াপ্ত করেছে আয়কর দফতর।

গত দু’দিন ধরে ভোপালের বিভিন্ন জায়গায় আয়কর দফতর এবং লোকায়ুক্ত পুলিশ যৌথ ভাবে তল্লাশি অভিযান চালাচ্ছে। এর আগে ভোপাল এবং ইনদওরের একটি ইমারতি সংস্থার ৫১টি ঠিকানায় তল্লাশি চালায় আয়কর দফতর। তার পরই বৃহস্পতিবার খবর আসে, ভোপালের কাছে একটি জঙ্গলে পরিত্যক্ত গাড়ি থেকে নগদ টাকা পাওয়া গিয়েছে। সেই খবর পেয়েই তল্লাশি অভিযানে যায় আয়কর দফতর। তখনই ওই বিপুল পরিমাণ টাকা এবং সোনা উদ্ধার হয়। এই টাকা এবং সোনা কার, তা খতিয়ে দেখা হচ্ছে। যে ইমারতি সংস্থায় তল্লাশি চালানো হয়েছিল, সেটির সঙ্গে এই টাকা বা সোনার কোনও যোগসূত্র আছে কি না, তদন্ত করছে আয়কর দফতর।

Advertisement
আরও পড়ুন