Jaipur Accident

জয়পুরে ট্রাকের ধাক্কা ট্যাঙ্কারে, বিস্ফোরণে মৃত ১১! ঝলসে গেলেন অনেকে, পুড়ে ছাই ৪০টি গাড়ি

শুক্রবার ভোর সাড়ে ৫টা নাগাদ ঘটনাটি ঘটেছে জয়পুরের এক পেট্রল পাম্পের কাছে। পেট্রল পাম্পের সামনে দাঁড় করানো ছিল একটি সিএনজি ট্যাঙ্কার।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২৪ ১১:২৯
জয়পুরে দু’টি ট্রাকের সংঘর্ষে ভয়াবহ বিস্ফোরণ। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

জয়পুরে দু’টি ট্রাকের সংঘর্ষে ভয়াবহ বিস্ফোরণ। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

রাজস্থানের জয়পুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অগ্নিকাণ্ড আর বিস্ফোরণের জেরে ঝলসে মৃত্যু হল ১১ জনের। আহত প্রায় ৪০ জন। তাঁদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। তবে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন।

Advertisement

শুক্রবার ভোর সাড়ে ৫টা নাগাদ ঘটনাটি ঘটেছে জয়পুরের এক পেট্রল পাম্পের কাছে। পেট্রল পাম্পের সামনে দাঁড় করানো ছিল একটি সিএনজি ট্যাঙ্কার। সেই ট্যাঙ্কারে একটি ট্রাক এসে ধাক্কা মারতেই আগুন ধরে যায়। সেই আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে। তার পরই জোরালো বিস্ফোরণ। প্রায় ৩০০ মিটার জুড়ে সেই বিস্ফোরণের প্রভাব পড়ে। একের পর এক গাড়িতে আগুন ধরে যায়। গাড়ির ভিতরেই ঝলসে অনেকের মৃত্যু হয়। অগ্নিদগ্ধ আরও অনেকে।

দুর্ঘটনার পর বিস্ফোরণের ভয়াবহতা এতটাই বেশি ছিল যে, ১০ কিলোমিটার দূর থেকে তা শোনা গিয়েছে বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। পেট্রল পাম্পের কাছাকাছি দাঁড় করানো বেশ কয়েকটি রাসায়নিক এবং তেলের ট্যাঙ্কারে আগুন ধরে যাওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। একের পর এক ট্যাঙ্কার বিস্ফোরণ হয়। ভাকরোতার পুলিশ আধিকারিক মণীশ গুপ্ত সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, অগ্নিকাণ্ডের জেরে বেশ কয়েকটি ট্রাক পুড়ে গিয়েছে। আহতের সংখ্যাও অনেক।

রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা দুর্ঘটনার খবর পেয়ে আহতদের দেখতে হাসপাতালে পৌঁছন। তিনি মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এক্স হ্যান্ডলে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘‘জয়পুর-অজমের জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটেছে। সেই ঘটনায় বেশ কয়েক জনের মৃত্যু হয়েছে। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই।’’ আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থার এবং তাঁদের চিকিৎসায় যাতে কোনও রকম গাফিলতি না হয়, তার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Advertisement
আরও পড়ুন