Jharkhand

মমতাকে ফোন হেমন্তের! শপথগ্রহণে আমন্ত্রণ, বৃহস্পতিতে রাঁচীতে যাবেন কি বাংলার মুখ্যমন্ত্রী

ঝাড়খণ্ডের বিধানসভা ভোটের ফল স্পষ্ট হওয়ার পর থেকেই প্রশ্ন উঠতে শুরু করে, হেমন্ত সোরেনের শপথগ্রহণ অনুষ্ঠানে ‘ইন্ডিয়া’র শরিকদের মধ্যে কারা কারা থাকবেন, তা নিয়ে জল্পনা শুরু হয়। জল্পনার কেন্দ্রে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ ২২:১৫
Hemant Soren called Mamata Banerjee for invite to oath taking ceremony

(বাঁ দিকে) মমতা বন্দ্যোপাধ্যায় এবং হেমন্ত সোরেন (ডান দিকে)। —ফাইল চিত্র।

টানা দ্বিতীয় বার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়ে ঝাড়খণ্ডের রাজনৈতিক ইতিহাসে নজির গড়তে চলেছেন হেমন্ত সোরেন। বৃহস্পতিবার রাঁচীতে হবে শপথগ্রহণ অনুষ্ঠান। সূত্রের খবর, সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করলেন হেমন্ত। এখন প্রশ্ন, হেমন্তের আমন্ত্রণে সাড়া দিয়ে মমতা কি যাবেন শপথগ্রহণ অনুষ্ঠানে?

Advertisement

ঝাড়খণ্ডে ‘বিপুল’ জয় পেয়েছে বিরোধী জোট ‘ইন্ডিয়া’। ৮১ আসনের ঝাড়খণ্ড বিধানসভায় জেএমএম, কংগ্রেস, আরজেডি, সিপিআইএমএল (লিবারেশন)-এর জোট পেয়েছে ৫৬টি আসন। আর বিজেপি, আজসু, জেডিইউ আর এলজেপি(আর)-এর জোট জয়ী হয়েছে ২৪টি আসনে। তার পরই শুরু হয়েছে সরকার গঠনের প্রস্তুতি। রবিবারই প্রথা মেনে হেমন্ত ঝাড়খণ্ডের রাজ্যপাল সন্তোষ গাঙ্গোয়ারের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানান। পাশাপাশি নিজের ইস্তফাপত্রও রাজ্যপালের হাতে তুলে দেন ঝাড়খণ্ডের বিদায়ী তথা হবু মুখ্যমন্ত্রী। পরে হেমন্ত জানান, আগামী ২৮ নভেম্বর মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন তিনি। তবে তাঁর সঙ্গে কত জন বিধায়ক মন্ত্রী হিসাবে শপথ নেবেন, তা এখনও স্পষ্ট নয়।

ঝাড়খণ্ডের বিধানসভা ভোটের ফল স্পষ্ট হওয়ার পর থেকেই প্রশ্ন উঠতে শুরু করে, হেমন্তের শপথগ্রহণ অনুষ্ঠানে ‘ইন্ডিয়া’র শরিকদের মধ্যে কারা কারা থাকবেন, তা নিয়ে জল্পনা শুরু হয়। সূত্রের খবর, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খড়্গে থাকতে পারেন শপথগ্রহণ অনুষ্ঠানে। এ ছাড়াও, আম আদমি পার্টির (আপ) আহ্বায়ক অরবিন্দ কেজরীওয়াল, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবেরও থাকার কথা আছে। কিন্তু জল্পনার কেন্দ্রে ছিলেন মমতা। কারণ, বিরোধী জোটের অন্যতম সদস্য হলেও মহারাষ্ট্র বা ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের প্রচারে দেখা যায়নি তাঁকে। শুধু তিনি নন, তৃণমূলের কেউই প্রচার যাননি বাংলার পড়শি রাজ্যে। তবে মমতার সঙ্গে হেমন্তের সম্পর্ক ভাল। জমি দুর্নীতি মামলায় হেমন্তের গ্রেফতরি নিয়ে বার বার মুখ খুলেছেন মমতা। কেন্দ্রীয় সংস্থা এবং কেন্দ্রের বিরুদ্ধে একযোগে সরবও হয়েছেন। সেই আবহে ঝাড়খণ্ডে হেমন্তের শপথগ্রহণ অনুষ্ঠানে মমতার থাকতে পারেন বলেও মনে করছেন অনেকে। সূত্রের খবর, ঝাড়খণ্ডের হবু মুখ্যমন্ত্রীর ফোন পাওয়ার পর তাঁর শপথগ্রহণ অনুষ্ঠানে থাকার ব্যাপারে প্রাথমিক ভাবে সম্মতি দিয়েছেন মমতা। এখন দেখার বৃহস্পতিবার রাঁচীতে শপথ অনুষ্ঠানে মমতা স্বয়ং থাকেন না কি, তৃণমূলের প্রতিনিধি হিসাবে অন্য কাউকে পাঠান।

আরও পড়ুন
Advertisement