Gujarat Assembly Election 2022

‘জোর করে মনোনয়ন প্রত্যাহার করাচ্ছে বিজেপি’! গুজরাতে প্রার্থীদের লুকিয়ে ফেলল আপ

বুধবার গুজরাতের সুরাত-পূর্ব কেন্দ্রের আপ প্রার্থী কাঞ্চন জরিওয়ালা মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। কেজরীবালের দলের অভিযোগ, চাপ দিয়ে মনোনয়ন প্রত্যাহার করিয়েছে বিজেপি।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২২ ১৫:৫২
আপ নেতা তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল এ বার গুজরাতের ভোটকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন।

ফাইল চিত্র।

জোর করে মনোনয়ন প্রত্যাহার আটকাতে গুজরাতে বিধানসভা ভোটের দলীর প্রার্থীদের ‘গোপন জায়গায়’ সরিয়ে দিল আম আদমি পার্টি (আপ)। বৃহস্পতিবার সকালে সুরাত-সহ বিভিন্ন এলাকার বেশ কিছু প্রার্থীকে সরিয়ে নিয়ে যাওয়া হয়।

বুধবার দুপুরে সুরাত পূর্ব কেন্দ্রের আপ প্রার্থী কাঞ্চন জরিওয়ালা মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। তারই জেরে এই সিদ্ধান্ত বলে অরবিন্দ কেজরীওয়ালের দল জানিয়েছে। বুধবার সকালেই আপের মুখপাত্র রাঘব চাড্ডা সংবাদমাধ্যমে জানান, বিজেপি তাঁদের প্রার্থীকে অপহরণ করেছে। এর পর কাঞ্চন প্রার্থীপদ প্রত্যাহার করায় কেজরীর দল অভিযোগ তোলে, পদ্ম-শিবিরের চাপের কারণেই সুরাতের ব্যবসায়ী ওই নেতা ভোটের লড়াই থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছেন।

Advertisement

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্যের ১৮২টি বিধানসভা আসনের মধ্যে প্রথম দফায় ৮৯টিতে ভোটগ্রহণ হবে আগামী ১ ডিসেম্বর। দ্বিতীয় দফায় বাকি ৯৩টিতে ভোট আগামী ৫ ডিসেম্বর। প্রথম দফার ভোটের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন বৃহস্পতিবার। দ্বিতীয় দফার ভোটের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আগামী সোমবার। আপ সূত্রে খবর, সোমবার বিকেল পর্যন্ত ‘অজ্ঞাতবাসে’ রাখা হবে দলীয় প্রার্থীদের।

Advertisement
আরও পড়ুন