International Yoga Day

চলন্ত মালগাড়ির উপরে দাঁড়িয়ে পেশির আস্ফালন, ‘রিল’ তৈরির অভিযোগে ধৃত দুই কলেজছাত্র

বুধবার আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে বিপজ্জনক ‘স্টান্ট’ করেছেন বলে দুই কলেজছাত্রের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। সেই ভিডিয়ো ভাইরাল হওয়ার সমাজমাধ্যমের অনেকেই তাতে আপত্তি জানান।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
গ্রেটার নয়ডা শেষ আপডেট: ২৩ জুন ২০২৩ ১৮:২৩
Representational Image of Arrested person

—প্রতিনিধিত্বমূলক ছবি।

আন্তর্জাতিক যোগ দিবসে চলন্ত মালগাড়ির উপরে আদুল গায়ে দাঁড়িয়ে পেশি প্রদর্শন করেছেন। সে সব মুহূর্তের ‘রিল’ তৈরি করে সমাজমাধ্যমে ছড়িয়েও দিয়েছিলেন। তবে সেই রিল তৈরি করার অভিযোগেই গ্রেফতার হলেন উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার দুই কলেজছাত্র। রেলপুলিশের দাবি, রাতারাতি খ্যাতি পাওয়ার আশায় এ হেন কাণ্ড করেছেন ধৃতেরা।

শুক্রবার সংবাদমাধ্যমের কাছে পুলিশ জানিয়েছে, ১৯ এবং ২২ বছরের ওই অভিযুক্তেরা গ্রেটার নয়ডার জরচা এলাকার বাসিন্দা। বুধবার আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে বিপজ্জনক ‘স্টান্ট’ করেছেন বলে তাঁদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। সেই ভিডিয়ো ভাইরাল হওয়ার সমাজমাধ্যমের অনেকেই তাতে আপত্তি জানান। এর পর অভিযুক্তদের বৃহস্পতিবার গ্রেফতার করা হয়।

Advertisement

যোগ দিবস উপলক্ষে যোগাসনের নানা ভঙ্গিতে অনেকেই নিজেদের ছবি, ভিডিয়ো পোস্ট করেন সমাজমাধ্যমে। তবে রেলপুলিশ জানিয়েছে, বুধবার একটি চলন্ত মালগাড়ির উপরে দাঁড়িয়ে পেশির আস্ফালন করছিলেন অভিযুক্তেরা। সংবাদ সংস্থা পিটিআইয়ের কাছে জারচা থানার এক আধিকারিক বলেন, ‘‘মালগাড়ির উপর স্টান্ট করার ভিডিয়ো দেখে অবিলম্বে পদক্ষেপ করেছে পুলিশ। দুই অভিযুক্তকেই গ্রেফতার করেছে আরপিএফ।’’ তাঁর দাবি, ‘‘অভিযুক্তেরা পুলিশকে জানিয়েছেন, আন্তর্জাতিক যোগ দিবসে সমাজমাধ্যমে নাম কুড়োতে চেয়েছিলেন তাঁরা। সে কারণেই ওই ভিডিয়ো তৈরি করেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement