এই প্যাকেটের মধ্যেই সোনা রাখা ছিল। ছবি টুইটার।
সোনা লুকিয়ে রেখেছিলেন কন্ডোমের প্যাকেটের মধ্যে। কিছু সোনা আবার নিজের মলদ্বারের মধ্যে রেখেছিলেন এক যাত্রী। তবুও পাচারের আগেই পর্দাফাঁস হল। রবিবার কেরলের কোচি বিমানবন্দরে সোনা-সহ এক যাত্রীকে পাকড়াও করা হয়েছে। তল্লাশির সময় ওই যাত্রীর মলদ্বারে সোনা পাওয়া যায়। যা দেখে হতবাক হয়ে গিয়েছেন বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা।
ওই যাত্রীর কাছ থেকে ১.৬৩ কেজি সোনা পাওয়া গিয়েছে। যার বাজারমূল্য প্রায় ৪৫ লক্ষ টাকা। বিমানবন্দর সূত্রে খবর, দোহা থেকে ফিরছিলেন ওই যাত্রী। তল্লাশির সময় তাঁর কাছ থেকে সোনা উদ্ধার করা হয়। কন্ডোমের প্যাকেটের মধ্যে সোনা রাখা ছিল। আর কিছু সোনা রাখা ছিল যাত্রীর মলদ্বারের মধ্যে।
কোচির ওই বিমানবন্দরেই সপ্তাহান্তে আরও এক যাত্রীর কাছ থেকে সোনা উদ্ধার করা হয়েছে। দুবাই থেকে ফিরছিলেন ওই যাত্রী। ক্যাপসুলের মতো দেখতে প্যাকেটের মধ্যে রাখা ছিল সোনা। আর প্যাকেটটি লুকিয়ে রাখা ছিল যাত্রীর দেহের মধ্যে।
Air Intelligence Unit (AIU) of the Customs Department intercepted a passenger coming from Dubai at Kochi airport today morning and seized gold weighing 1.17 kg worth Rs 48 lakhs concealed inside his body in four capsules shaped packets: AIU, Customs Kochi pic.twitter.com/qismJ55AE9
— ANI (@ANI) December 19, 2022
ওই যাত্রীর কাছ থেকে ১.১৭ কেজি সোনা উদ্ধার করা হয়েছে। দুবাই থেকে সোনা নিয়ে ভারতে আসার ঘটনা নতুন কিছু নয়। অতীতেও এমন ঘটনা বহু ঘটেছে। পাচারের জন্য সোনা নিয়ে বিমান সফরের সময় নিত্যনতুন উপায়ে লুকিয়ে রাখছেন যাত্রীরা, সেই কৌশল দেখে হতবাক হয়েছেন রক্ষীরা।