Crime

দিল্লিতে অটোর মধ্যে কিশোরীকে ধর্ষণ! অভিযুক্ত যুবককে গ্রেফতার করল পুলিশ

উত্তর দিল্লির বুরারি এলাকায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে পাকড়াও করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারা, ৫০৬ ধারা এবং পকসো আইনে তাঁর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১১ জুন ২০২৩ ১৮:৩৬
representative photo of molestation.

—প্রতীকী ছবি।

অটোর মধ্যে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি উত্তর দিল্লির বুরারি এলাকার। রবিবার এই ঘটনার কথা জানিয়েছে পুলিশ।

Advertisement

অভিযুক্ত যুবককে পাকড়াও করেছে পুলিশ। তিনি পেশায় গাড়িচালক। পুলিশ সূত্রে খবর, গত ৮ জুন সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ এক বান্ধবীর সঙ্গে বেরিয়েছিল ওই কিশোরী। অভিযুক্তের সঙ্গে কিশোরীর বান্ধবীর পরিচয় ছিল। সেই সূত্রে তাদের অটোয় করে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলেছিলেন অভিযুক্ত যুবক।

পুলিশ জানিয়েছে, যুবকের সেই প্রস্তাবে প্রথমে রাজি হয়নি কিশোরী এবং তার বান্ধবী। পরে অবশ্য রাজি হয়ে যায়। কিশোরীর বান্ধবীকে তার বাড়ির কাছে নামান অভিযুক্ত। এর পরেই কিশোরীকে বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে নির্জন এলাকায় অটোটি নিয়ে যান যুবক। সেখানে কিশোরীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।

কিশোরীর অভিযোগের ভিত্তিতে যুবকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারা, ৫০৬ ধারা এবং পকসো আইনে মামলা রুজু করা হয়েছে।

Advertisement
আরও পড়ুন