Leopard

তুলোর ক্ষেতে বাবা-মায়ের সঙ্গে কাজ করছিল শিশু, ঝাঁপিয়ে পড়ে ছিঁড়ে খেল চিতাবাঘ

কোনও মতে তাকে উদ্ধার করে তার বাবা-মা। শিশুটির গলায় গভীর ক্ষত তৈরি হয়। জাফরাবাদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২৫ ১৫:৫৯
চিতাবাঘের হামলায় প্রাণ গেল শিশুর।

চিতাবাঘের হামলায় প্রাণ গেল শিশুর। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

তুলোর ক্ষেতে বাবা-মায়ের সঙ্গে কাজ করছিল সাত বছরের শিশুকন্যা। আচমকাই সন্ধ্যার অন্ধকারে টেনে নিয়ে যায় চিতাবাঘ। কোনও মতে তাকে উদ্ধার করে আনা হলেও বাঁচানো যায়নি। গুজরাতের আমরেলি জেলার ঘটনা। এর পরেই বন দফতরের তরফে ফাঁদ পাতা হয়েছে।

Advertisement

রাজুলা জঙ্গলের রেঞ্জ অফিসার জিএল বাঘেলা জানিয়েছেন, রবিবার সন্ধ্যায় চিত্রসার গ্রামে তুলোর ক্ষেতে বাবা-মায়ের সঙ্গে কাজ করছিল শিশুটি। তখনই তার উপর ঝাঁপিয়ে পড়ে চিতাবাঘ। তার পর টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কোনও মতে তাকে উদ্ধার করে তার বাবা-মা। শিশুটির গলায় গভীর ক্ষত তৈরি হয়। জাফরাবাদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

চিতাবাঘটিকে ধরার জন্য আটটি দল গড়েছে বন দফতর। জায়গায় জায়গায় ফাঁদ পেতেছে। রাজুলার বিধায়ক হিরা সোলাঙ্কি জানিয়েছেন, চিতাবাঘটিকে দ্রুত ধরার নির্দেশ দিয়েছেন তিনি। তাঁর কথায়, ‘‘চিতাবাঘটিকে খাঁচাবন্দি করে দ্রুত বনে ছেড়ে দিতে বলেছি।’’

Advertisement
আরও পড়ুন