Uttar Pradesh BJP MLA

ধর্ষণে অভিযুক্ত উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক! আদালতের নির্দেশে মামলা রুজু

নেপথ্যে জমি সংক্রান্ত বিবাদ। উত্তরপ্রদেশের এক বিজেপি বিধায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছিল। শুধু বিধায়ক নয়, তিনি ছাড়াও আরও ১৫ জনের বিরুদ্ধে গণধর্ষণ এবং জালিয়াতির অভিযোগ উঠেছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৪ ১৫:২৩
বিজেপি বিধায়ক হরিশ শাক্য।

বিজেপি বিধায়ক হরিশ শাক্য। ছবি: সংগৃহীত।

নেপথ্যে জমি সংক্রান্ত বিবাদ। উত্তরপ্রদেশের এক বিজেপি বিধায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছিল। শুধু বিধায়ক নয়, তিনি ছাড়াও আরও ১৫ জনের বিরুদ্ধে গণধর্ষণ এবং জালিয়াতির অভিযোগ ওঠে। আদালতের নির্দেশে বিধায়ক-সহ ১৬ জনের বিরুদ্ধে মামলা রুজু করল পুলিশ। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক।

Advertisement

বদায়ূঁ জেলার বিলসি কেন্দ্রের বিজেপি বিধায়ক হরিশ শাক্য। কয়েক মাস আগে হরিশ জনৈক ললিত কুমারের কাছ থেকে ১৬ কোটি ৫০ লক্ষ টাকা দিয়ে একটি জমি কেনেন। অভিযোগ, বাজারদর অনুযায়ী ওই জমির দাম ছিল ১৮ কোটি টাকা। কিন্তু কম দামে জমিটি বিক্রি করে দিতে বাধ্য করেন ওই বিধায়ক। এই বিষয়ে ললিতের পরিবার আপত্তি জানালে বিধায়ক তাদের বিরুদ্ধে ধর্ষণ এবং খুনের ‘মিথ্যা’ অভিযোগ আনেন। অভিযোগ, জোর করে জমি কেড়ে নেওয়ার প্রতিবাদ করলে গত ১৭ সেপ্টেম্বর ললিতের স্ত্রীকে গণধর্ষণ করেন ওই বিধায়ক এবং তাঁর দুই সঙ্গী।

বদায়ূঁ জেলার এসএসপি ব্রিজেশকুমার সিংহ জানান, বিজেপি বিধায়ক হরিশ, তাঁর ভাই সত্যেন্দ্র শাক্য-সহ মোট ১৬ জনের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। গণধর্ষণ এবং জালিয়াতির অভিযোগ খতিয়ে দেখার জন্য এক জন তদন্তকারী আধিকারিককে নিযুক্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু হওয়ার পর সংবাদ সংস্থা এএনআই-কে ওই বিধায়ক বলেন, “সব অভিযোগ ভিত্তিহীন। এটা আমার বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র। তবে পুলিশ-প্রশাসনের করা তদন্তে আমি আস্থা রাখছি।

Advertisement
আরও পড়ুন