Narendra Modi

পুতিনকে মোদীর পরামর্শ, রাষ্ট্রপুঞ্জের মঞ্চে ভারতের প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা ফ্রান্সের প্রেসিডেন্টের

মাকরঁ বলেন, ‘‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিকই বলেন, এটা যুদ্ধের সময় নয়। এটা পশ্চিমের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার সময় নয় বা পশ্চিমকে পূর্বের বিরুদ্ধে লেলিয়ে দেওয়ারও সময় নয়।

Advertisement
সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২২ ১০:০৮
বাহুবন্ধনে মোদী-মাকরঁ।

বাহুবন্ধনে মোদী-মাকরঁ। ফাইল ছবি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বলা কথা তুলে ধরে রাষ্ট্রপুঞ্জের সাধারণ অধিবেশনে বিশ্বশান্তির পক্ষে সওয়াল করলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁ। মঙ্গলবার, রাষ্ট্রপুঞ্জের ৭৭ তম সাধারণ অধিবেশনের মঞ্চে বিশ্বনেতাদের সামনেই মাকরঁ বলেন, ‘‘ভারতের প্রধানমন্ত্রী মোদী যখন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে বলেন, এখন যুদ্ধের সময় নয়, যথার্থই বলেন।’’

Advertisement

গত ১৬ সেপ্টেম্বর, উজবেকিস্তানের সমরকন্দে ‘সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন’ (এসসিও) সম্মেলনে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা হয়েছিল পুতিনের। সেখানেই রুশ রাষ্ট্রনেতাকে মোদী বলেন, ‘‘আজকের যুগ যুদ্ধের কথা বলে না।’’ সেই প্রসঙ্গ তুলে এনেই সাধারণ অধিবেশনের মঞ্চে শান্তির পক্ষে জোরদার সওয়াল করলেন ফ্রান্সের প্রেসিডেন্ট। মাকরঁ বলেন, ‘‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিকই বলেন, এটা যুদ্ধের সময় নয়। এটা পশ্চিমের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার সময় নয় বা পশ্চিমকে পূর্বের বিরুদ্ধে লেলিয়ে দেওয়ারও সময় নয়। এটা বস্তুত, প্রতিটি সার্বভৌম দেশের হাতে হাত ধরে বিভিন্ন বাধাবিপত্তি অতিক্রম করার সময়।’’

ইউক্রেন যুদ্ধ নিয়ে বলতে গিয়ে মাকরঁ বলেন, ‘‘রাশিয়া আসলে একটি দ্বিচারিতার নীতি তুলে ধরার চেষ্টা করছে। কিন্তু পরিস্থিতি এমন যে, এই দ্বন্দ্বের আবহ থেকে চোখ ফিরিয়ে থাকাও সম্ভব হচ্ছে না।’’

প্রসঙ্গত, পুতিনকে বলা মোদীর এই কথার প্রশংসা চলছে বিশ্ব জুড়ে। সংবাদ মাধ্যমের গণ্ডি পেরিয়ে এ বার অন্য এক দেশের প্রধানের ভাষণেও উঠে এল সেই প্রসঙ্গ।

আরও পড়ুন
Advertisement