দলিত যুবককে পিটিয়ে খুনের অভিযোগ মধ্যপ্রদেশে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।
দলিত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে মধ্যপ্রদেশে চার জনকে গ্রেফতার করল পুলিশ। বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। গণপিটুনির ফলে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। তিনি গ্রামের একটি সাধারণ নলকূপ থেকে জল তুলেছিলেন। তা নিয়েই বচসা শুরু হয়। অভিযোগ, গ্রামপ্রধান এবং তাঁর পরিবারের অন্য সদস্যেরা যুবককে বেধড়ক মারধর করেন। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
ঘটনাটি মধ্যপ্রদেশের শিবপুরী জেলার ইন্দ্রগড় গ্রামের। নিহতের নাম নারদ জাতাভ (২৭)। তিনি গোয়ালিয়রের বাসিন্দা। শিবপুরীতে মামার বাড়িতে ঘুরতে এসেছিলেন। পুলিশ সূত্রে খবর, যুবকের দিদিমার জমি রয়েছে। সেখানে সেচের প্রয়োজনে মঙ্গলবার তিনি স্থানীয় নলকূল থেকে জল তোলেন। সেই জল সেচের কাজে লাগান। এর পরেই শুরু হয় বচসা। গ্রামের প্রধান পদ্মসিংহ ধাকড় এবং তাঁর পরিবারের সদস্যেরা যুবকের উপর চড়াও হন বলে অভিযোগ। জাত নিয়ে তাঁকে খোঁটা দেওয়া হয়। তার পর শুরু হয় মারধর।
অভিযোগ, লাঠি এবং রবারের পাইপ দিয়ে দীর্ঘ ক্ষণ ধরে মারধর করা হয় যুবককে। পদ্মসিংহ ছাড়াও সেখানে ছিলেন বেতাল ধাকড়, জশবন্ত, আওয়াধেশ, মোহরপাল, অঙ্কেশ, দখা বাই, বিমন ধাকড়। যুবককে মারের ভিডিয়োও রেকর্ড করা হয় বলে অভিযোগ। মার খেয়ে সংজ্ঞাহীন অবস্থায় যুবক পড়ে গেলে তাঁরা পালিয়ে যান। যুবককে উদ্ধার করে তাঁর আত্মীয়েরা হাসপাতালে ভর্তি করিয়েছিলেন। সেখানে চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়।
এই ঘটনায় অভিযুক্তদের মধ্যে চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের খোঁজ চলছে। মোট আট জনের বিরুদ্ধে পুলিশ মামলা রুজু করেছে। পুলিশ আধিকারিক সঞ্জীব মুলে জানিয়েছেন, একটি সাধারণ নলকূপ থেকে জল তোলা নিয়ে দু’পক্ষের বচসা হয়েছিল। তাতে এক দলিত যুবকের মৃত্যু হয়েছে। তফসিলি জাতি ও উপজাতি আইনে মামলা রুজু করেছে পুলিশ।