Om Prakash Chautala

তিহাড় থেকে দ্বাদশ শ্রেণির পরীক্ষা পাশ করেন! প্রয়াত হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমপ্রকাশ চৌটালা

২০১৭ সালে তিহাড় জেলের মধ্যে থেকেই দ্বাদশ শ্রেণির পরীক্ষায় বসেছিলেন দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত চৌটালা। উত্তীর্ণও হয়েছিলেন সফলভাবে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২৪ ১৩:২৯
Former Haryana Chief Minister and INLD chief Om Prakash Chautala dies at 89

প্রয়াত ওমপ্রকাশ চৌটালা। —ফাইল ছবি।

প্রয়াত হলেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ইন্ডিয়ান ন্যাশনাল লোকদল (আইএনএলডি)-র প্রধান ওমপ্রকাশ চৌটালা। তাঁর বয়স হয়েছিল ৮৯। শুক্রবার সকালে গুরুগ্রামে নিজের বাড়িতে হৃদ্‌রোগে আক্রান্ত হন তিনি। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা তাঁকে বাঁচাতে পারেননি।

Advertisement

প্রাক্তন উপপ্রধানমন্ত্রী দেবীলালের পুত্র তথা হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমপ্রকাশ ১৯৮৯ সাল থেকে মোট চার বার হরিয়ানার উপমুখ্যমন্ত্রী হয়েছিলেন। সাত বার বিধানসভা ভোটে জয়ী হয়েছিলেন তিনি। ২০০৮ সালে জুনিয়র বেসিক শিক্ষক পদে নিয়ম বহির্ভূত ভাবে ৩,২১৬ জনকে নিয়োগ করার ঘটনায় অভিযুক্ত হয়েছিলেন ওমপ্রকাশ। ঘটনার তদন্তের ভার গিয়েছিল সিবিআই-এর হাতে।

২০১৩ সালে দিল্লি কোর্ট চৌটালা ও তাঁর ছেলে অজয় সিংহ চৌটালাকে ১০ বছরের কারাদণ্ড দেয়। এর পর শীর্ষ আদালতও তাঁকে একই মামলায় দোষী সাব্যস্ত করে সাজা বহাল রেখেছিল। ২০১৭ সালে তিহাড় জেলের মধ্যে থেকেই দ্বাদশ শ্রেণির পরীক্ষায় বসেছিলেন চৌটালা। উত্তীর্ণও হয়েছিলেন সফল ভাবে। তবে বয়স ও স্বাস্থ্যের কারণে মেয়াদ শেষের আগেই মুক্তি দেওয়া হয়েছিল তাঁকে।

Advertisement
আরও পড়ুন