পর পর গাড়ির কাচ ভেঙে গ্রেফতার পাঁচ বন্ধু। —প্রতীকী চিত্র।
রাতের অন্ধকারে মাথা ঢেকে বেরিয়েছিলেন তাঁরা। পাড়ায় যে ক’টি চার-চাকার গাড়ি দেখতে পেয়েছেন, ভেঙে দিয়েছেন জানলার কাচ। পর পর ১৬টি গাড়িতে এই ‘হামলা’র পর পাঁচ বন্ধুকে অবশেষে ধরল পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাঁদের গ্রেফতার করা হয়েছে।
রাজস্থানের জোধপুরের ঘটনা। পুলিশ জানিয়েছে, ধৃতদের মধ্যে এক হবু ডাক্তারও আছেন। এ ছাড়া, বাকি চার জনই সরকারি চাকরির পরীক্ষার্থী। জোধপুরের বিজেএস কলোনিতে একটি হস্টেলে থাকতেন তাঁরা। সম্প্রতি ওই এলাকা থেকে একাধিক ব্যক্তি থানায় অভিযোগ করেন, কেউ বা কারা রাতের অন্ধকারে তাঁদের গাড়ির কাচ ভেঙে দিয়ে গিয়েছেন। অনেকের কাছ থেকে পর পর একই অভিযোগ পাওয়ায় পুলিশ নড়েচড়ে বসে। ঘটনার তদন্ত শরু হয়।
অভিযোগ, গত ৩০ নভেম্বর রাতে একসঙ্গে পাঁচ বন্ধু মিলে পাড়ায় ঘুরতে বেরিয়েছিলেন। সেই সময়েই একের পর এক গাড়ির কাচ ভাঙেন তাঁরা। নিছক মজার ছলেই তাঁরা এই কাজ করেন বলে অভিযোগ। ভেবেছিলেন, কেউ তাঁদের চিনতে পারবেন না। কিন্তু অভিযোগ পেয়ে এলাকার অন্তত ৩০০টি সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। যদিও অন্ধকারে অভিযুক্তদের চিহ্নিত করা যাচ্ছিল না।
এর পর এলাকায় অভিযুক্তদের খোঁজ শুরু করেন তদন্তকারীরা। জানা যায়, সম্প্রতি একসঙ্গে পাঁচ জন একটি হস্টেল ছেড়ে দিয়েছেন। এতে পুলিশের সন্দেহ আরও দৃঢ় হয়। তাঁদের খুঁজে বার করতে এর পর আর বেশি বেগ পেতে হয়নি। পাঁচ জনকেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক ভাবে পুলিশি জেরার মুখে তাঁরা স্বীকার করেছেন, মজা করার জন্য তাঁরা এই কাজ করেছিলেন। কিন্তু এর নেপথ্যে অন্য কোন অভিসন্ধি ছিল কি না, খতিয়ে দেখা হচ্ছে।