Lucknow Hotel Fire

লখনউয়ের বিলাসবহুল হোটেলে অগ্নিকাণ্ড, ভিতরে আটকে আবাসিকরা, চলছে উদ্ধারের চেষ্টা

হোটেলটি লখনউয়ের হজরতগঞ্জ এলাকায়। সোামবার সকাল হোটেলে আগুন লাগার খবর দেওয়া হয় দমকলবাহিনীকে। তারা আগুন নেভানোর চেষ্টা শুরু করলেও ভিতরে কয়েকজন আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২২ ০৯:০১
সকল ৯টা। হোটেলে তখনও চলছে আগুন নেভানোর চেষ্টা। ধোঁয়ায় ভরেছে গোটা এলাকা।

সকল ৯টা। হোটেলে তখনও চলছে আগুন নেভানোর চেষ্টা। ধোঁয়ায় ভরেছে গোটা এলাকা। ছবি : ভিডিয়ো থেকে।

লখনউয়ের একটি হোটেলে আগুন লেগে আটকে পড়েছেন আবাসিকরা। হোটেলটি লখনউয়ের হজরতগঞ্জ এলাকায়। গোমতি নদীর কাছেই ওই বিলাসবহুল হোটেলটিতে সোামবার সকালে আগুন লাগে বলে স্থানীয় সূত্রে খবর। প্রায় সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় দমকলবাহিনীকে। তারা আগুন নেভানোর চেষ্টা শুরু করলেও সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে ভিতরে আটকে রয়েছেন বেশ কয়েক জন। জানলা ভেঙে তাদের বের করার চেষ্টা করছেন উদ্ধারকারীরা।

সংবাদ সংস্থা এএনআই প্রকাশিত একটি ভিডিয়োতেই ধরা পড়েছে হোটেলে আগুন লাগার দৃশ্য। তাতে দেখা যাচ্ছে হোটেলের চার পাশ থেকে বেরোচ্ছে কালো ধোঁয়া। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। সুসজ্জিত পাঁচ তলা হোটেলের চার তলাতেই আগুন লেগেছে। হোটেলের জানলা দিয়ে অচেতন আবাসিকদের পা টেনে বের করতেও দেখা যায় দমকলকর্মীদের।

Advertisement

লখনউয়ের এই হোটেলটি শহরের প্রাণকেন্দ্রে। এখান থেকে খুব কাছেই সিকন্দর বাগ, ছত্তর মঞ্জিল প্যালেস এবং নবাব ওয়াজেদ আলি শাহ জুলজিকাল গার্ডেন।

(এই খবরটি সবেমাত্র দেওয়া হয়েছে। বিস্তারিত খবরটি কিছু ক্ষণের মধ্যেই আসছে। অপেক্ষা করুন।পাতাটি কিছু ক্ষণ পর পর রিফ্রেশ করুন। আপডেটেড খবরটি আপনি দেখতে পাবেন।অতি দ্রুততার সঙ্গে আপনার কাছে খবর পৌঁছে দেওয়ার সময়েও আমরা খবরের সত্যাসত্য সম্পর্কে সচেতন। সেই জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে।)

Advertisement
আরও পড়ুন