Priyanka Gandhi Vadra

পাকিস্তানের সাংসদদের প্রিয়ঙ্কার মতো সাহস নেই! প্যালেস্টাইন লেখা ব্যাগের প্রশংসায় প্রাক্তন পাক মন্ত্রী

‘প্যালেস্টাইন’ লেখা ব্যাগ নিয়ে সংসদে যাওয়ায় প্রিয়ঙ্কা গান্ধীর প্রশংসা করলেন পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী। তাঁর মতে, পাক সাংসদেরা যে সাহস দেখাতে পারেননি, সেই সাহস দেখিয়েছেন প্রিয়ঙ্কা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৪ ১০:০৭
‘প্যালেস্টাইন’ লেখা ব্যাগ নিয়ে সংসদে প্রিয়ঙ্কা গান্ধী। সোমবার।

‘প্যালেস্টাইন’ লেখা ব্যাগ নিয়ে সংসদে প্রিয়ঙ্কা গান্ধী। সোমবার। ছবি: পিটিআই।

‘প্যালেস্টাইন’ লেখা ব্যাগ নিয়ে সংসদে যাওয়ায় কংগ্রেস সাংসদ প্রিয়ঙ্কা গান্ধী বঢরার প্রশংসা করলেন পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী চৌধরি ফওয়াদ হুসেন। তাঁর মতে, পাকিস্তানের সাংসদেরা যে সাহস দেখাতে পারেননি, সেই সাহস দেখিয়েছেন প্রিয়ঙ্কা।

Advertisement

প্রিয়ঙ্কার প্রশংসা করতে গিয়ে জওহরলাল নেহরুর প্রসঙ্গও উত্থাপন করেছেন ফওয়াদ। বলেছেন, “জওহরলাল নেহরুর মতো সুউচ্চ স্বাধীনতা সংগ্রামীর দৌহিত্রীর কাছ থেকে আমরা কী আশা করতে পারি?” যদিও প্রিয়ঙ্কা নেহরুর দৌহিত্রী নন। প্রিয়ঙ্কার পিতা রাজীব গান্ধী ছিলেন নেহরুর দৌহিত্র। তবে এর ফলে ফওয়াদের বক্তব্যের মর্মার্থ বুঝতে অসুবিধা হয়নি।

ইজ়রায়েল সেনা ১৪ মাস আগে গাজ়া দখলের অভিযান শুরু করতেই বিতর্ক শুরু হয়েছিল। সোমবার তা আরও উস্কে দেন প্রিয়ঙ্কা। ওয়েনাড়ের কংগ্রেস সাংসদ সোমবার সংসদে ঢোকেন ‘প্যালেস্টাইন’ লেখা একটি ব্যাগ কাঁধে নিয়ে। যা দেখে বিজেপি সাংসদেরা অভিযোগ তোলেন যে, প্রিয়ঙ্কা সংখ্যালঘু তোষণের রাজনীতি করছেন।

সোমবারের ঘটনার প্রসঙ্গ উত্থাপন করে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের মন্ত্রিসভার সদস্য ফওয়াদ বলেন, “প্রিয়ঙ্কা গান্ধী ক্ষুদ্রকায় মানুষদের সামনে সাহস নিয়ে দাঁড়িয়েছেন। লজ্জার বিষয় এই যে, এখনও পর্যন্ত পাকিস্তানের পার্লামেন্টের কোনও সদস্যের এই সাহস হয়নি।”

গত ৭ অক্টোবর গাজ়া ভূখণ্ড থেকে ইজ়রায়েলে হামলা চালিয়েছিল স্বাধীনতাপন্থী সশস্ত্র প্যালেস্টাইনি গোষ্ঠী হামাস। অভিযোগ, তার পর থেকে গাজ়া এবং আর এক প্যালেস্টাইনি ভূখণ্ড ওয়েস্ট ব্যাঙ্কে ধারাবাহিক হামলা এবং ‘গ্রাউন্ড অপারেশন’ চালিয়ে প্রায় ৫০ হাজার মানুষকে ‘খুন’ করেছে ইজ়রায়েলি সেনা। তাঁদের অধিকাংশই নিরপরাধ সাধারণ মানুষ, মহিলা এবং শিশু।

Advertisement
আরও পড়ুন