Land

Mukhtar Ansari: জেলবন্দি প্রাক্তন বিধায়ক মুখতার আনসারির ছ’কোটি টাকা মূল্যের জমি বাজেয়াপ্ত সরকারের

গাজিপুর জেলা প্রশাসন সূত্রে খবর, মুখতারের স্ত্রী আফসানের নামে ওই জমি কেনা হয়েছিল। যার বর্তমান বাজারমূল্য ৬ কোটি ৩০ লক্ষ টাকার বেশি।

Advertisement
সংবাদ সংস্থা
লখনউ শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২২ ২২:৪১

ফাইল ছবি।

জেলবন্দি প্রাক্তন বিধায়ক মুখতার আনসারির ৬ কোটি টাকা মূল্যের জমি বাজেয়াপ্ত করল উত্তরপ্রদেশ সরকার। গাজিপুর জেলা প্রশাসন সূত্রে খবর, মুখতারের স্ত্রীর নামে ওই দু’টি জমি বাজেয়াপ্ত করা হয়েছে। এই জমি বেআইনি উপার্জনের অর্থ দিয়ে কেনা হয়েছিল বলে জেলা প্রশাসন সূত্রে দাবি।

গাজিপুর জেলা প্রশাসন শনিবার প্রায় দুই হেক্টর জমি বাজেয়াপ্ত করেছে। তার মধ্যে একটি গাজিপুর সদরের রাজদেপুরে এবং অন্যটি নন্দগঞ্জের ফতেউল্লাপুরে। দু’টি জমিই নথিভুক্ত ছিল আফসান আনসারির নামে। দু’টি জমির বাজারমূল্য ৬ কোটি ৩০ লক্ষ টাকা।

Advertisement

পাঁচ বারের বিধায়ক মুখতার বর্তমানে বান্দা জেলে বন্দি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement