মণিপুরে উদ্ধার হওয়া নানা অস্ত্রের সঙ্গে পাওয়া গিয়েছে ইলন মাস্কের ‘স্টারলিঙ্ক’ ইন্টারনেট ডিভাইস! ছবি: এক্স (সাবেক টুইটার)।
গত সেপ্টেম্বর মাস থেকে মেইতেই ও কুকি জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ঘিরে উত্তাল মণিপুর। এই কয়েক মাসে রাজ্যের বিভিন্ন এলাকায় দফায় দফায় তল্লাশি অভিযান চালিয়ে প্রচুর গোলাবারুদ ও আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ। এ বার পূর্ব ইম্ফল থেকে ফের মিলল নানা ধরনের আগ্নেয়াস্ত্র, যার মধ্যে রয়েছে ইলন মাস্কের স্টারলিঙ্ক ইন্টারনেট ডিভাইসও!
গত ১৩ ডিসেম্বর চুরাচাঁদপুর, চান্দেল, পূর্ব ইম্ফল এবং কাংপোকপি জেলার একাধিক এলাকায় তল্লাশি চালিয়ে অস্ত্রগুলি উদ্ধার করা হয়েছে। সঙ্গে মিলেছে স্টারলিঙ্ক ইন্টারনেট ডিভাইস! এর পরেই মাথায় হাত পড়েছে নিরাপত্তাবাহিনীর। কারণ, ইলন মাস্কের সংস্থা স্পেস-এক্সের বানানো ওই যন্ত্রটি কৃত্রিম উপগ্রহের সাহায্যে বিশ্বের যে কোনও জায়গায় ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা দিতে পারে। ফলে জঙ্গিগোষ্ঠীরা ওই যন্ত্রের নাগাল পেয়ে গেলে তাদের পক্ষে পারস্পরিক যোগাযোগ রক্ষা করা আরও সহজ হয়ে যাবে।
খবর পেয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ইলনও! তাঁর দাবি, এ রকম কিছু হতে পারে না। ভারতের জঙ্গিগোষ্ঠীগুলির কাছে ওই যন্ত্র থাকা সম্ভব নয়। কারণ, ভারতের উপরে থাকা স্যাটেলাইটগুলি বন্ধ রাখা হয়েছে। তা ছাড়া, ভারতে ওই যন্ত্র ব্যবহার করার সরকারি অনুমোদনও নেই।
গত দেড় বছরেরও বেশি সময় ধরে গোষ্ঠীহিংসায় উত্তাল মণিপুর। মাঝে কিছু দিন বিরতির পর গত সেপ্টেম্বর মাস থেকে মেইতেই ও কুকি জনগোষ্ঠীর মধ্যে নতুন করে সংঘর্ষে পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে ওঠে। দফায় দফায় সংঘর্ষ চলে মণিপুরের বিস্তীর্ণ এলাকা জুড়ে। রাজ্যের পাঁচ জেলায় জারি করা হয় কার্ফু। ইন্টারনেট পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়। মঙ্গলবারই সে রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহের বাড়ির অদূরে বোমা পাওয়া গিয়েছে! আঁটসাঁট করা হয়েছে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা।