Maharashtra CM

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী কে হবেন, সিদ্ধান্ত সোমবারই! পুত্র-শ্রীকান্ত কি উপমুখ্যমন্ত্রী? কী বললেন শিন্ডে

মহারাষ্ট্রে ভোটপর্ব মিটেছে ২৩ নভেম্বর। কিন্তু সপ্তাহ ঘুরলেও এখনও মহারাষ্ট্রের ‘মহাজুটি’র শরিকেরা মুখ্যমন্ত্রী পদে কাকে বাছবে, তা স্থির করতে পারেনি। জল্পনার অবসান ঘটতে পারে সোমবার।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২৪ ২১:০০
Eknath Shinde says Maharashtra CM pick to be decided on Monday dgtl

পুত্র শ্রীকান্ত শিন্ডের (বাঁ দিকে) সঙ্গে মহারাষ্ট্রের বিদায়ী মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে (ডান দিকে)।

মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন? সোমবারই কি সেই আলোচনায় ইতি পড়তে চলেছে? এমনই ইঙ্গিত দিলেন একনাথ শিন্ডে। সাতরায় নিজের গ্রামের বাড়ি থেকে রবিবারই মুম্বইয়ে ফিরেছেন মহারাষ্ট্রের বিদায়ী মুখ্যমন্ত্রী। তার পরই তিনি জানিয়ে দেন, মুখ্যমন্ত্রীর কুর্সিতে কে বসবেন, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে সোমবারই। মুখ্যমন্ত্রীর দৌড়ে তিনি ছাড়াও আছেন বিজেপি নেতা দেবেন্দ্র ফডণবীস। তবে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ বিশ্লেষণ করে অনেকেই বলছেন, মুখ্যমন্ত্রী হওয়ার ব্যাপারে ফডণবীসেরই পাল্লা ভারী। আর মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর পদ পেতে চলেছে দুই জোটের দুই শরিক দল শিবসেনা (শিন্ডে) এবং এনসিপি (অজিত পওয়ার)। স্বভাবতই প্রশ্ন উঠেছে, ফডণবীসকে মুখ্যমন্ত্রীর কুর্সি ছেড়ে শিন্ডে কি উপমুখ্যমন্ত্রী হবেন? যদিও শিন্ডেসেনা শিবির জানিয়েছে, এমন কোনও ভাবনা নেই মহারাষ্ট্রের বিদায়ী মুখ্যমন্ত্রীর। তা হলে, শিন্ডে শিবির থেকে কাকে বাছা হবে উপমুখ্যমন্ত্রী হিসাবে? উঠে এসেছে একনাথ-পুত্র শ্রীকান্ত শিন্ডের নাম। এ ব্যাপারে রবিবার একনাথ জানান, আলোচনা চলছে। এখনও কিছু চূড়ান্ত হয়নি।

Advertisement

মহারাষ্ট্রে ভোটপর্ব মিটেছে ২৩ নভেম্বর। কিন্তু সপ্তাহ ঘুরলেও এখনও মহারাষ্ট্রের ‘মহাজুটি’র শরিকেরা মুখ্যমন্ত্রী পদে কাকে বাছবে, তা স্থির করতে পারেনি। অজিত, একনাথ, দেবেন্দ্র— ‘মহাজুটি’র তিন শরিক নেতা তাঁদের নিজের দলের নেতানেত্রীদের সঙ্গে পৃথক বৈঠক সেরেছেন। শিবসেনা নেতা একনাথই মুখ্যমন্ত্রী পদে থাকবেন, না কি বিজেপি নেতা ফডণবীস ফের মুখ্যমন্ত্রীর কুর্সি ফিরে পাবেন, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত শাহের সঙ্গে বৈঠকের পরে শাসকজোট ‘মহাজুটি’র শরিক দলগুলি ‘ইতিবাচক’ মনোভাব দেখালেও শুক্রবার হঠাৎই দিল্লি থেকে ফিরে সাতারায় গ্রামের বাড়িতে চলে যান শিন্ডে। সেই কারণে একসঙ্গে বসা হয়নি বিজেপি-শিন্ডেসেনা-এনসিপি (অজিত) জোট নেতৃত্বের। পরে জানা যায়, অসুস্থতার কারণে গ্রামের বাড়িতে গিয়েছিলেন মহারাষ্ট্রের বিদায়ী মুখ্যমন্ত্রী। চিকিৎসকের পরামর্শে সেখানে বিশ্রামে ছিলেন। তবে মুম্বইয়ে ফিরেই মুখ্যমন্ত্রী বাছাইয়ের ব্যাপারে উদ্যোগী হয়েছেন শিন্ডে।

রবিবার শিন্ডে স্পষ্ট বলেছেন, ‘‘আমি বলে দিয়েছি, মুখ্যমন্ত্রী পদ নিয়ে বিজেপি যে সিদ্ধান্ত নেবে, আমি তাকে সমর্থন করব। শিবসেনা সেই সিদ্ধান্ত সমর্থন করবে।’’ তিনি জোর দিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শাহ যে সিদ্ধান্তই নেবেন, তা মাথা পেতে মেনে নেবেন তিনি।

একই সঙ্গে উপমুখ্যমন্ত্রী পদে পুত্রকে দেখতে চান কি না, সেই ব্যাপারে নিজের মতামত খোলসা করেছেন শিন্ডে। তিনি বলেন, ‘‘অনেকেই অনেক কথা বলছেন। বিশেষত সাংবাদিকেরা। তবে এ ব্যাপারে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আলোচনা চলছে।’’

Advertisement
আরও পড়ুন