আপের রাজ্যসভার সাংসদ সঞ্জয়, আবগারি দুর্নীতিতে যুক্ত থাকার কথা অস্বীকার করেছেন। ফাইল চিত্র ।
আবগারি দুর্নীতি মামলায় আম আদমি পার্টি (আপ)-র অন্যতম শীর্ষ নেতা সঞ্জয় সিংহের বেশ কয়েক জন সহযোগীর বাড়িতে তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বুধবার সকাল থেকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে এই অভিযান শুরু হয়েছে।
ইডি সূত্রে খবর, আপ নেতা সঞ্জয়-ঘনিষ্ঠ অজিত ত্যাগী-সহ আরও কয়েক জন ব্যবসায়ী এবং ঠিকাদার আবগারি দুর্নীতি থেকে প্রচুর মুনাফা লুটেছেন। তাই তাঁদের বাসস্থান এবং অফিস-সহ বেশ কয়েকটি জায়গায় তল্লাশি চালানো হচ্ছে।
ইডির অভিযোগ, ২০২০ সালে মদের দোকানদার এবং ডিস্ট্রিবিউটারদের লাইসেন্স দেওয়ার জন্য দিল্লি সরকারের সিদ্ধান্তে ভূমিকা ছিল সঞ্জয় এবং তাঁর সহযোগীদের। যার ফলে রাষ্ট্রীয় কোষাগারের ক্ষতি হয়েছিল।
मोदी की दादागिरी चरम पर है।
— Sanjay Singh AAP (@SanjayAzadSln) May 24, 2023
मैं मोदी की तानाशाही के ख़िलाफ़ लड़ रहा हूँ।
ED की फर्जी जाँच को पूरे देश के सामने उजागर किया।
ED ने मुझसे गलती मानी।
जब कुछ नही मिला तो आज मेरे सहयोगियों अजीत त्यागी और सर्वेश मिश्रा के घर ED ने छापा मारा है।
सर्वेश के पिता कैंसर से पीड़ित हैं ये… pic.twitter.com/4mwfV7j9GV
যদিও আপের রাজ্যসভার সাংসদ সঞ্জয়, আবগারি দুর্নীতিতে যুক্ত থাকার কথা অস্বীকার করেছেন এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ চরিতার্থ করার অভিযোগ এনেছেন। টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করে সঞ্জয় তাঁর সহযোগীদের বাড়িতে ইডি হানার কথা জানিয়েছেন। টুইটারে বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অভিযোগ এনে তিনি লেখেন, ‘‘মোদীর দাদাগিরি চরমে পৌঁছেছে। আমি স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করছি। গোটা দেশের সামনে ইডি-র ভুয়ো তদন্ত ফাঁস হয়েছে। যখন আমার থেকে কিছুই পাওয়া যায়নি, তখন বুধবার আমার সহকর্মী অজিত ত্যাগী এবং সর্বেশ মিশ্রের বাড়িতে হানা দিয়েছে। সর্বেশের বাবা ক্যানসারে আক্রান্ত। এই অত্যাচারের ক্ষমা নেই।’’
আবগারি দুর্নীতি মামলায় যুক্ত থাকার অভিযোগে ইতিমধ্যেই কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়া।