Siddaramaiah

জমি দুর্নীতি মামলায় ইডি বাজেয়াপ্ত করল ৩০০ কোটির সম্পত্তি, এ বার নিশানায় সিদ্দারামাইয়া?

অভিযোগ, সিদ্দারামাইয়ার স্ত্রী পার্বতীকে অধিগৃহীত জমির তুলনায় অনেক বেশি মূল্যের গুরুত্বপূর্ণ ও ভাল জমি ক্ষতিপূরণ হিসেবে মহীশূর নগর উন্নয়ন কর্তৃপক্ষ (মুডা) পাইয়ে দিয়েছেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫ ১৯:৪২
ED attaches Rs 300 crore assets in land scam case linked to Karnataka CM Siddaramaiah

সিদ্দারামাইয়া। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

কর্নাটকের লোকায়ুক্ত পুলিশ তদন্ত শুরু করেছে কয়েক মাস আগেই। এ বার কর্নাটকে জমি বণ্টন দুর্নীতি মামলায় সক্রিয় হল কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ‘মাইসুরু নগরোন্নয়ন বিভাগ’ (মুডা)-এর জমি দুর্নীতি মামলায় ৩০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে শনিবার কেন্দ্রীয় সংস্থাটি জানিয়েছে।

Advertisement

গত ২৮ সেপ্টেম্বর মুডা-র জমি বেআইনি ভাবে বিলি করার অভিযোগে কর্নাটকের মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া, তাঁর স্ত্রী পার্বতী, শ্যালক মল্লিকার্জুন স্বামী এবং দেবরাজু নামে এক ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল লোকায়ুক্ত পুলিশ। সেই মামলার সূত্র ধরে অক্টোবরে বেঙ্গালুরু ও মাইসুরুর বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি। মাইসুরুর যে সমাজকর্মী প্রথম ওই জমি কেলেঙ্কারির বিষয়টি প্রকাশ্যে এনেছিলেন, তাঁকে নথিপত্র-সহ তলব করে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।

ইডির তরফে জানানো হয়েছে, মুডা-র জমি বেআইনি ভাবে বিলির মামলায় এ পর্যন্ত মোট ১৪২টি স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। ওই মামলার অন্যতম অভিযুক্ত যে কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, সে কথাও এক্স পোস্টে উল্লেখ করেছে ইডি। প্রসঙ্গত, তথ্যের অধিকার কর্মী স্নেহময়ী কৃষ্ণের অভিযোগের ভিত্তিতে এই সংক্রান্ত মামলার সূত্রপাত। গত অগস্টে রাজ্যপাল থাওয়রচন্দ গহলৌত মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার বিচার শুরুর অনুমোদন দিয়েছিলেন। কর্নাটকের বিরোধী দল বিজেপি অভিযোগ করেছে, টাকার অঙ্কে দুর্নীতি হয়েছে প্রায় চার হাজার কোটির। সিদ্দারামাইয়া অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, আইন মেনেই সব হয়েছে। কোনও অনিয়ম হয়নি।

Advertisement
আরও পড়ুন