earthquake

আবারও কাঁপল দিল্লি, ভূমিকম্প রাজধানী ও পার্শ্ববর্তী এলাকায়, এ বারেও কেন্দ্র নেপাল

শনিবারের ভূমিকম্পের কেন্দ্রও নেপাল। রিখটর স্কেলে কম্পনের মাত্রা ৫.৪। দিল্লি, এনসিআরের পাশাপাশি উত্তরাখণ্ডেও কম্পন অনুভূত হয়েছে।

Advertisement
সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২২ ২০:৩৫
শনিবার রাত ৮টা নাগাদ ভূমিকম্প দিল্লিতে।

শনিবার রাত ৮টা নাগাদ ভূমিকম্প দিল্লিতে। ছবি: প্রতীকী

আবারও কেঁপে উঠল দিল্লি এবং পার্শ্ববর্তী এলাকা। শনিবার রাত ৮টা নাগাদ ভূমিকম্প দিল্লিতে। প্রায় পাঁচ সেকেন্ড স্থায়ী হয় কম্পন। ভয়ে বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় জড়ো হন রাজধানীবাসী। লাগোয়া নয়ডা, গুরুগ্রামেও কম্পন অনুভূত হয়েছে।

শনিবারের ভূমিকম্পের কেন্দ্রও নেপাল। রিখটর স্কেলে কম্পনের মাত্রা ৫.৪। দিল্লি, এনসিআরের পাশাপাশি উত্তরাখণ্ডেও কম্পন অনুভূত হয়েছে। নিউ তেহরি, পিথোরাগড়, বাগেশ্বর, পাউরি শহরও কেঁপেছে।

Advertisement

চলতি সপ্তাহে এই নিয়ে দ্বিতীয় বার কেঁপে উঠল রাজধানী। ৯ নভেম্বর, বুধবার ভোর রাতে কেঁপে উঠেছিল দিল্লি। সে বারও ভূমিকম্পের কেন্দ্র ছিল নেপাল। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল সেই কেন্দ্র। রিখটর স্কেলে মাত্রা ছিল ৬.৪। প্রতিবেশী দেশে ওই ভূমিকম্পের জেরে মারা গিয়েছেন ৬ জন। আহত হন ৮ জন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement