Delhi Rain

ভারী বৃষ্টিতে জল-যন্ত্রণা, আবার থমকে গেল দেশের রাজধানী, জলমগ্ন দিল্লির রাস্তায় বাড়ছে যানজট

গত মাস থেকেই দুর্যোগ থামার নাম নেই দিল্লিতে। প্রবল বৃষ্টিতে এখনও পর্যন্ত সেখানে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এঁদের মধ্যে কেউ উপচে পড়া নর্দমায় ডুবে মারা গিয়েছেন, কেউ বা জমা জলে বিদ্যুৎপৃষ্ট হয়ে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২০ অগস্ট ২০২৪ ১৭:২৫
বৃষ্টিতে জলমগ্ন দিল্লি।

বৃষ্টিতে জলমগ্ন দিল্লি। ছবি: পিটিআই।

আবার ভারী বৃষ্টিতে জলমগ্ন রাজধানী দিল্লি। মঙ্গলবার সকাল পর্যন্তও টানা বৃষ্টিতে ভেসেছে দিল্লির বিভিন্ন এলাকা। মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে দিল্লি সংলগ্ন উত্তরপ্রদেশের নয়ডার বেশ কিছু অংশেও।

Advertisement

আবহাওয়া দফতর (আইএমডি) জানাচ্ছে, মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত মূল শহর এবং দক্ষিণ-পশ্চিম দিল্লির বিস্তীর্ণ এলাকায় জারি হয়েছিল ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা। মঙ্গলবার সারা দিন জুড়েই মেঘলা থাকবে রাজধানীর আকাশ। সেই সঙ্গে রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও।

এ দিকে বৃষ্টিতে নাজেহাল অবস্থা রাজধানীর। জল জমে অধিকাংশ জায়গায় রাস্তা বন্ধ। রাস্তায় রাস্তায় প্রবল যানজটের মুখে পড়ে সকাল থেকেই বিপর্যস্ত জনজীবন। আশ্রম ব্রিজের কাছে জলমগ্ন রাস্তায় দাঁড়িয়ে রয়েছে একের পর এক গাড়ি। পাটেল চক কিংবা নয়া দিল্লি রেলওয়ে স্টেশনের কাছেও দেখা যাচ্ছে একই চিত্র।

প্রসঙ্গত, গত মাস থেকেই দুর্যোগ থামার নাম নেই দিল্লিতে। প্রবল বৃষ্টিতে এখনও পর্যন্ত সেখানে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এঁদের মধ্যে কেউ উপচে পড়া নর্দমায় ডুবে মারা গিয়েছেন, কেউ বা জমা জলে বিদ্যুৎপৃষ্ট হয়ে। আবহাওয়া দফতর বলছে, চলতি মাসের শুরুতেও দিল্লিতে ২৪ ঘণ্টায় ১০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। গত ১৪ বছরে এক দিনে এত বৃষ্টি দেখেনি দিল্লিবাসী! ব্যাহত হয়েছে ট্রেন ও বিমান চলাচল। জল জমলেও জনজীবন স্বাভাবিক রাখতে সচেষ্ট প্রশাসন।

Advertisement
আরও পড়ুন