আটক দু’জন বিহারের গয়ার বাসিন্দা। —নিজস্ব চিত্র।
আবারও অস্ত্র উদ্ধার হল কলকাতায়। এসটিএফের অভিযানে আটক বিহারের দুই বাসিন্দা। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার এসটিএফ অভিযান চালায় বেনিয়াপুকুর থানা এলাকার এজেসি বোস রোডের বৈশালী গেস্ট হাউসে। তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় একাধিক অগ্নেয়াস্ত্র। আটক করা হয় দু’জনকে। জেরা করে পুলিশ জানতে পারে আটক দু’জন বিহারের গয়ার বাসিন্দা।
পুলিশ সূত্রে খবর, আটক ব্যক্তিদের নাম রাহিস কুমার এবং মিরাজ মালিক। তাঁদের কাছ থেকে দু’টি নাইন এমএম পিস্তল ও ১৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এসটিএফ জানিয়েছে, ইতিমধ্যেই আটক ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।