Delhi

Delhi Covid Cases: দিল্লিতে সংক্রমণ বৃদ্ধির কারণ ওমিক্রন এবং ৯ উপরূপ, জানাল সরকারি সূত্র

আক্রান্তদের নমুনা পরীক্ষা করার পর এই নমুনাগুলিতে ওমিক্রনের বিএ.২.১২.১ রূপ-সহ আরও আটটি উপরূপের খোঁজ মিলেছে।

Advertisement
সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২২ ১৮:২৪
উদ্বেগ বাড়ছে রাজধানীতে।

উদ্বেগ বাড়ছে রাজধানীতে। ফাইল চিত্র ।

দিল্লিতে করোনার আকস্মিক আস্ফালনের কারণ ওমিক্রন রূপ এবং এর ৯টি উপরূপ। বৃহস্পতিবার দিল্লির স্বাস্থ্য দফতরের সূত্রে এমনটাই জানা গিয়েছে। স্বাস্থ্য দফতরের সূত্র আরও জানিয়েছে যে, আক্রান্তদের নমুনা পরীক্ষা করার পর এই নমুনাগুলিতে ওমিক্রনের বিএ.২.১২.১ রূপ-সহ আরও আটটি উপরূপের খোঁজ মিলেছে। নমুনাগুলির জিন সজ্জার গঠন দেখার পরই এই তথ্য উঠে এসেছে বলেও তিনি মন্তব্য করেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) ফেব্রুয়ারিতে জানিয়েছিল যে ওমিক্রনের বিএ-২ উপরূপ বিএ-১ উপ-রূপের চেয়ে বেশি সংক্রামক। যদিও এই বিষয়টি আশঙ্কার সৃষ্টি করবে না বলেও জানিয়েছিল হু।
প্রসঙ্গত, দেশ জুড়ে করোনার সংক্রমণে স্ফীতি দেখা গেলেও সবথেকে বেশি উদ্বেগ বাড়াচ্ছে দিল্লি। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ২,৩৮০ জনের মধ্যে দিল্লিতেই আক্রান্ত ১,০৯৩ জন। এক দিনে দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে প্রায় ৬০ শতাংশ।

Advertisement

দেশ জুড়ে কোভিডে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কোভিড বুলেটিন অনুযায়ী, বৃহস্পতিবার করোনা আক্রান্ত হয়ে দেশে ৫৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কেরলে ৫৩ জন এবং দিল্লি, ওড়িশা ও মিজোরামে এক জন করে আক্রান্তের মৃত্যু হয়েছে। বুধবার কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল ৪০ জনের।

আরও পড়ুন
Advertisement