বিশ্ব বঙ্গ বানিজ্য সম্মেলনে শিল্পপতিদের সঙ্গে মমতা-ধনখড়। ফাইল চিত্র ।
বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় বললেন, ‘‘আমরা বুলডোজ করতে চাই না। আমরা মানুষে মানুষে বিভেদ চাই না। আমি চাই সবাই এক সঙ্গে থাকুক।’’
আগামী এক বছরের মধ্যেই বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন করার ঘোষণা মমতার। জানালেন, আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের ১, ২ এবং ৩ ফেব্রুয়ারি আয়োজিত হবে পরবর্তী বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন।
রাজ্যে বিনিয়োগ করেছে ফ্লিপকার্ট, ইনফোসিসের মতো সংস্থা। বিদেশ থেকে আসা বিনিয়োগকারীদের যোগাযোগ রেখে যেতে বললেন মুখ্যমন্ত্রী।
বাংলার লক্ষ্য শিল্প। আর তার জন্য, সব রকম সাহায্য করতে প্রস্তুত রাজ্য। মমতা বললেন, ‘‘আমরা যেন ১০ বছরে এমন জায়গায় পৌঁছে যাই, যে অন্য রাজ্যগুলি আমাদের ছুঁতেও না পারে।’’
সম্মেলনে মমতা জানালেন, পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে অনেকগুলি রফতানি কেন্দ্র তৈরি করতে হবে। যাতে দ্রুত বাংলার উৎপাদন বিদেশে পৌঁছে দেওয়া যায়।
অন্ডাল এবং বাগডোগরায় আন্তর্জাতিক বিমান বন্দর হবে, জানালেন মমতা।
এ বারের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে ১৩৭টি মউ স্বাক্ষর হয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী।
সম্মেলনে ৪০ লক্ষ চাকরির প্রস্তাব বাংলায়, জানালেন মমতা
বিজিবিএস সফল ঘোষণা করলেন মমতা। শুধু শিল্প সম্মেলন চলাকালীন ৪৮ ঘণ্টার মধ্যে প্রায় সাড়ে তিন লক্ষ কোটি টাকার বিনিয়োগ এসেছে বাংলায়, জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।