AAP MLA Amanatullah Khan

ইডির চার্জশিট খারিজ! ওয়াকফ দুর্নীতির মামলায় দিল্লির আপ বিধায়ককে জামিন দিল আদালত

বৃহস্পতিবার বিচারক জিতেন্দ্র সিংহ ইডির অতিরিক্ত চার্জশিট গ্রহণে অস্বীকৃতির কথা জানিয়ে তাঁর পর্যবেক্ষণে বলেন, ‘‘ইডির তদন্তে আমনতুল্লার বিরুদ্ধে প্রয়োজনীয় প্রমাণও মামলা চালানোর অনুমোদন নেই।’’

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২৪ ১৩:৩০
Delhi court asks ED to release AAP MLA Amanatullah Khan in Waqf Board case

আপ বিধায়ক আমানাতুল্লা খান। —ফাইল ছবি।

ওয়াকফ বোর্ডের জমি সংক্রান্ত অনিয়মের অভিযোগের মামলায় দিল্লির আপ (আম আদমি পার্টি) বিধায়ক আমনতুল্লা খানের বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র পেশ করা অতিরিক্ত চার্জশিট খারিজ করল আদালত। সেই সঙ্গে বৃহস্পতিবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত আমনতুল্লার জামিন মঞ্জুর করে তাঁকে মুক্ত করার নির্দেশ দিয়েছে।

Advertisement

দিল্লির ওয়াকফ বোর্ডে ৩৬ কোটি টাকার জমি দুর্নীতির মামলায় ২০২২ সালের সেপ্টেম্বর আপ বিধায়ক আমনতুল্লাকে গ্রেফতার করেছিল ইডি। পরে ওয়াকফ বোর্ডে নিয়োগ সংক্রান্ত অনিয়মের মামলাতেও তাঁর নাম যুক্ত করা হয়। তবে চলতি বছরের এপ্রিলে নিয়োগ মামলায় জামিন পেয়েছিলেন তিনি। বৃহস্পতিবার বিচারক জিতেন্দ্র সিংহ ইডির সপ্লিমেন্টরি চার্জশিট গ্রহণে অস্বীকৃতির কথা জানিয়ে তাঁর পর্যবেক্ষণে বলেন, ‘‘ইডির তদন্তে আমনতুল্লার বিরুদ্ধে প্রয়োজনীয় প্রমাণ থাকলেও মামলা চালানোর অনুমোদন নেই।’’

ওয়াকফ জমি দুর্নীতির মামলার আর এক অভিযুক্ত মরিয়ম সিদ্দিকির বিরুদ্ধেও বর্তমান পরিস্থিতিতে মামলা চালিয়ে যাওয়ার আর কোনও প্রয়োজন নেই বলে পর্যবেক্ষণে জানিয়েছে আদালত। প্রসঙ্গত, আপ বিধায়কের বিরুদ্ধে ইডির অভিযোগ ছিল, দিল্লির ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান থাকার সময়ে তিনি অবৈধ ভাবে অনেককে চাকরি দিয়েছিলেন এবং আর্থিক তছরুপের সঙ্গে যুক্ত ছিলেন। গত পাঁচ বছরে তাঁর বাড়িতে একাধিক বার তল্লাশি অভিযানও চালানো হয়েছে কেন্দ্রীয় এজেন্সির তরফে।

Advertisement
আরও পড়ুন