ED Raid

হরিয়ানায় প্রাক্তন বিধায়কের বাড়িতে ইডি, উদ্ধার কোটি কোটি টাকা, সোনা, বন্দুক, কয়েকশো কার্তুজ

বৃহস্পতিবার সকাল ৮টায় পাঁচটি গাড়িতে করে কেন্দ্রীয় বাহিনী সঙ্গে নিয়ে তল্লাশি শুরু করেন ইডির আধিকারিকেরা। ইডি সূত্রে খবর, খনন সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি তাদের হাতে এসেছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৪ ১২:৪১
ইডি অভিযানে উদ্ধার হওয়া টাকা এবং বন্দুক। ছবি: সংগৃহীত।

ইডি অভিযানে উদ্ধার হওয়া টাকা এবং বন্দুক। ছবি: সংগৃহীত।

হরিয়ানায় ইন্ডিয়ান ন্যাশনাল লোক দল (আইএনএলডি)-এর প্রাক্তন বিধায়ক দিলবাগ সিংহের বাড়িতে তল্লাশি চালিয়ে কয়েক কোটি টাকা, কেজি কেজি সোনা, বিদেশি বন্দুক এবং কয়েকশো রাউন্ড গুলি উদ্ধার করল ইডি।

Advertisement

অবৈধ খনন মামলায় বৃহস্পতিবার সকালে বিধায়ক দিলবাগ এবং তাঁর ঘনিষ্ঠদের বাড়িতে তল্লাশি অভিযানে যায় ইডি। ২৪ ঘণ্টা পেরোনোর পরেও, শুক্রবারেও তল্লাশি জারি রয়েছে। ইডি সূত্রে খবর, এই তল্লাশিতে নগদ পাঁচ কোটি টাকা, পাঁচ কেজি সোনা এবং রুপো, শতাধিক মদের বোতল এবং ৩০০ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে।

শুধু আইএনএলডি-র প্রাক্তন বিধায়ক দিলবাগের বাড়িতেই নয়, কংগ্রেস বিধায়ক সুরেন্দ্র পানওয়ার-সহ আরও কয়েক জনের বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে। সেই তল্লাশি শুক্রবারেও চলছে বলে ইডি সূত্রের খবর। এই দুই বিধায়ক এবং তাঁদের ঘনিষ্ঠদের সঙ্গে যোগ রয়েছে এমন ২০টি জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। তল্লাশি চলছে সোনিপত, মোহালি, ফরিদাবাদ, চণ্ডীগড়, কারনাল, যমুনানগর-সহ আরও বেশ কয়েকটি জায়গায়। ঘটনাচক্রে, যমুনা নগরের বিধায়ক ছিলেন দিলবাগ সিংহ।

বৃহস্পতিবার সকাল ৮টায় পাঁচটি গাড়িতে করে কেন্দ্রীয় বাহিনী সঙ্গে নিয়ে তল্লাশি শুরু করেন ইডির আধিকারিকেরা। ইডি সূত্রে খবর, খনন সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি তাদের হাতে এসেছে। সেগুলি খতিয়ে দেখা হচ্ছে। অবৈধ খনন এবং আর্থিক তছরুপ নিয়ে যমুনা নগরে একাধিক এফআইআর দায়ের হয়। সেই মামলারই তদন্ত করছে ইডি।

গত বছরের ডিসেম্বরে কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ধীরজ সাহুর বাড়ি, একাধিক সংস্থা এবং অফিস থেকে সাড়ে তিনশো কোটিরও বেশি টাকা উদ্ধারের ঘটনা দেখেছিল গোটা দেশ। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এ বার হরিয়ানার এক প্রাক্তন বিধায়কের বাড়ি থেকে টাকা উদ্ধারের ঘটনা প্রকাশ্যে এল।

Advertisement
আরও পড়ুন