COVID-19

কোভিড আক্রান্তের সংখ্যা ৬ হাজার ছাড়াল দেশে, এক দিনে ১৩ শতাংশ সংক্রমণ বৃদ্ধি

কয়েক দিন ধরেই করোনা সংক্রমণের হার ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে, যা চিন্তায় রেখেছে স্বাস্থ্য মন্ত্রককেও। তবে বিশেষ কয়েকটি ক্ষেত্র ছাড়া কোভিড আক্রান্তদের হাসপাতালে ভর্তি করতে হচ্ছে না।

Advertisement
সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৩ ১১:৫২

দেশে কোভিড সংক্রমণের রেখচিত্র আরও ঊর্ধ্বমুখী। বৃহস্পতিবার কোভিড সংক্রমিতের সংখ্যা ৬ হাজার ছাড়িয়ে গেল। স্বাস্থ্য মন্ত্রকের তরফে প্রকাশিত শুক্রবারের বুলেটিনে জানানো হয়েছে, বৃহস্পতিবার ৬,০৫০ জন নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন। বুধবারের পরিসংখ্যানের সঙ্গে বৃহস্পতিবারের পরিসংখ্যানের সঙ্গে তুলনা করে দেখা গিয়েছে, মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে সারা দেশে করোনা সংক্রমণ ১৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

Advertisement

গত কয়েক দিন ধরেই করোনা সংক্রমণের হার ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে, যা চিন্তায় রেখেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রককেও। তবে মৃত্যুর হার সে অর্থে বৃদ্ধি পায়নি। বিশেষ কয়েকটি ক্ষেত্র ছাড়া কোনও কোভিড আক্রান্ত ব্যক্তিকেই হাসপাতালে ভর্তি করতে হচ্ছে না। তবে বৃহস্পতিবারও দেশে ১৪ জন ব্যক্তি কোভিড আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। বৃহস্পতিবারের পর দেশে কোভিডে মোট মৃতের সংখ্যা হল ৫,৩০,৯৪৩।

রাজ্যভিত্তিক পরিসংখ্যানে কোভিড সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। শেষ ২৪ ঘণ্টায় সেখানে ৮০৩ জন আক্রান্ত হয়েছেন। দ্বিতীয় স্থানে দিল্লি। সেখানে এক দিনে ২১৬ জন আক্রান্ত হয়েছেন। দেশে করোনা সংক্রমণ যখন ঊর্ধ্বমুখী ছিল, সেই সময় দৈনিক ৫০ শতাংশেরও বেশি হারে বেড়েছে সংক্রমণ। গত কয়েক দিনে দেশে করোনা রোগীর সংখ্যাবৃদ্ধি নিয়ে উদ্বেগ আবার মাথা চাড়া দিয়েছে। আর এর মধ্যেই স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া হিসাবে চিন্তার ভাঁজ পড়েছে দেশের স্বাস্থ্য বিশেষজ্ঞদের কপালে। যদিও কেন্দ্রীয় সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, ইতিমধ্যেই ২২০ কোটি করোনার টিকা দেওয়া হয়ে গিয়েছে। টিকাকরণ অবশ্য এখনও চলছে। গত ২৪ ঘণ্টায় দেশে ২ হাজার ৩৩৪ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্র।

আরও পড়ুন
Advertisement