Couple Kidnaps Child

জয়পুর স্টেশন থেকে শিশু চুরি সন্তানধারণে অক্ষম দম্পতির! ধরিয়ে দিল সিসিটি‌ভি ক্যামেরা

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম সুন্দর কাশ্যপ এবং জীবিকা। দু’জনেরই বয়স ২৮-এর কোঠায়। গত ১৪ মার্চ সন্ধ্যায় শিবম নামে এক শিশুকে জয়পুর স্টেশন থেকে অপহরণ করেন তাঁরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ মার্চ ২০২৫ ১৮:৪৬
সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া সেই দৃশ্য।

সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া সেই দৃশ্য। ছবি: সংগৃহীত।

স্ত্রী সন্তানধারণে অক্ষম। তাই অন্যের সন্তানকে চুরি করে পালন করার ছক কষেছিলেন দম্পতি। সেইমতো স্টেশন থেকে চার বছরের এক শিশুকে অপহরণ করে পালিয়েও গিয়েছিলেন। কিন্তু শেষরক্ষা হল না। সন্তানকে লালনপালনের আগেই পুলিশের হাতে ধরা পড়ে গেলেন তাঁরা।

Advertisement

সম্প্রতি রাজস্থানের জয়পুরে ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম সুন্দর কাশ্যপ এবং জীবিকা। দু’জনেরই বয়স ২৮-এর কোঠায়। গত ১৪ মার্চ সন্ধ্যায় শিবম নামে এক শিশুকে জয়পুর স্টেশন থেকে অপহরণ করেন তাঁরা। সে সময় শিশুটি মা ও ভাইবোনদের সঙ্গে ট্রেনের জন্য অপেক্ষা করছিল। শিবমের মা প্রিয়াঙ্কা পেশায় দিনমজুর। তিন সন্তানকে নিয়ে বিহারের সিওয়ানে বাপের বাড়িতে যাচ্ছিলেন তিনি। তখনই কোনও এক সুযোগে শিবমকে ভুলিয়ে মায়ের থেকে দূরে নিয়ে যান জীবিকা। তার পর দু’জনে মিলে শিশুটিকে নিয়ে এলাকা ছেড়ে চম্পট দেন। স্টেশনের সিসিটিভি ক্যামেরায় অপহরণের গোটা ঘটনাটি ধরা পড়ে। পুলিশ সূত্রে খবর, অপহরণের পর অভিযুক্ত দম্পতি প্রথমেই নারায়ণ সিংহ সার্কলের একটি বাসে উঠে পড়েন। তার পর রওনা দেন উত্তরপ্রদেশের উদ্দেশে।

রাতভর ছেলেকে খোঁজার পর শেষমেশ ১৫ মার্চ জিআরপিতে অভিযোগ দায়ের করেন শিবমের বাবা-মা। তদন্তে নেমে ঘটনার দু’দিন পর রাজস্থানের দৌসা জেলার মাহুয়া থেকে ওই তরুণ দম্পতিকে আটক করে পুলিশ। জিআরপির এসএইচও অরুণ চৌধুরীর কথায়, ‘‘সিসিটিভি ক্যামেরায় গোটা ঘটনা ধরা পড়েছে। সেই ভিডিয়োর সূত্র ধরেই অভিযুক্তদের খুঁজে বার করা গিয়েছে।’’ রবিবার পুলিশ অভিযুক্তদের ঠিকানায় পৌঁছোয়। দম্পতির বাড়িতে তল্লাশি চালিয়ে শিশুটিকে পাওয়া যায়। গ্রেফতার করা হয় দম্পতিকে। ঘটনার ৪৮ ঘন্টার মধ্যে শিশুটিকে উদ্ধার করে তার বাবা-মায়ের কাছে ফিরিয়ে দিয়েছেন তদন্তকারীরা।

Advertisement
আরও পড়ুন