New Town

ভরদুপুরে নিউ টাউনে ‘আত্মহত্যা’! বহুজাতিক সংস্থার অফিসের ছ’তলা থেকে ‘ঝাঁপ’, মৃত্যু তথ্যপ্রযুক্তি কর্মীর

বুধবার দুপুর আড়াইটে নাগাদ ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবকের নাম দ্বৈপায়ন ভট্টাচার্য। বয়স চল্লিশের কোঠায়। এক বহুজাতিক তথ্যপ্রযুক্তি সংস্থার গুরুত্বপূর্ণ পদে ছিলেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৯ মার্চ ২০২৫ ১৭:৩৬
বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মহননের চেষ্টা যুবকের।

বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মহননের চেষ্টা যুবকের। — প্রতিনিধিত্বমূলক চিত্র।

ভরদুপুরে নিউটাউনে আত্মহত্যা করলেন তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত এক যুবক। ছ’তলা থেকে ঝাঁপ দেন তিনি। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

Advertisement

বুধবার দুপুর আড়াইটে নাগাদ ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবকের নাম দ্বৈপায়ন ভট্টাচার্য। বয়স চল্লিশের কোঠায়। এক বহুজাতিক তথ্যপ্রযুক্তি সংস্থার কলকাতার অফিসে গুরুত্বপূর্ণ পদে কাজ করতেন দ্বৈপায়ন। বুধবার দুপুরে নিউ টাউন অ্যাকশন এরিয়া-১ এলাকার ইউনিটেক ভবনের ছ’তলা থেকে ঝাঁপ দেন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, মধ্যাহ্নভোজের পর অফিসে সকলে যে যার মতো কাজ করছিলেন। তখনই সকলের অজান্তে হঠাৎ বহুতলের ছ’তলায় উঠে পড়েন দ্বৈপায়ন। সেখান থেকে ঝাঁপ দেন। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় নিউ টাউনের একটি হাসপাতালে। কিন্তু যুবককে বাঁচানো যায়নি।

প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, আত্মহত্যার চেষ্টা করেছেন ওই যুবক। তবে কী কারণে তিনি এমন সিদ্ধান্ত নিলেন, তা এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তাঁর সহকর্মীদেরও জিজ্ঞাসাবাদ করা হবে। ওই যুবক মানসিক অবসাদে ভুগছিলেন, না কি এই সিদ্ধান্তের নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, সে সবও খতিয়ে দেখবেন তদন্তকারীরা। তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Advertisement
আরও পড়ুন