Mohan Bhagwat

ভাগবতের মন্তব্যে বিতর্ক

বিরোধী দলগুলি সরব হওয়ায় শেষে ব্যাখ্যা দিতে এগিয়ে আসেন আরএসএস নেতৃত্ব। সংগঠনের দাবি, ভাগবৎ রাম মন্দির নির্মাণ ও রামলালার মূর্তি প্রতিষ্ঠার মাধ্যমে ভারতের অতীত গৌরব পুনরুত্থানের কথা বুঝিয়েছেন।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫ ০৮:০৪
সঙ্ঘ প্রধান মোহন ভাগবত।

সঙ্ঘ প্রধান মোহন ভাগবত। —ফাইল চিত্র।

রাম মন্দির নির্মাণের বর্ষপূর্তিকে কেন্দ্র করে বিবাদে জড়ালেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত। গতকাল একটি অনুষ্ঠানে ভাগবত বলেন, অযোধ্যার রাম মন্দিরে মূর্তি প্রতিষ্ঠার দিনে ভারত সত্যিকারের স্বাধীনতা পেয়েছে। এ নিয়ে বিরোধী দলগুলি সরব হওয়ায় শেষে ব্যাখ্যা দিতে এগিয়ে আসেন আরএসএস নেতৃত্ব। সংগঠনের দাবি, ভাগবৎ রাম মন্দির নির্মাণ ও রামলালার মূর্তি প্রতিষ্ঠার মাধ্যমে ভারতের অতীত গৌরব পুনরুত্থানের কথা বুঝিয়েছেন।

Advertisement

বিতর্কের সূত্রপাত সোমবার। সে দিন ইন্দোরে একটি জনসভায় ভাগবত বলেন, রাম মন্দির যে দিন প্রতিষ্ঠা হয়েছে সে দিনটিই ভারতের স্বাধীনতা দিবস। সে দিন দেশের সার্বভৌমত্ব নতুন করে প্রতিষ্ঠিত হয়েছে বলে দাবি তাঁর। ঘটনায় সরব হয় বিরোধী দলগুলি। শিবসেনার উদ্ধব গোষ্ঠীর নেতা সঞ্জয় রাউত বলেন, ‘‘মোহন ভাগবত রামকে নিয়ে রাজনীতি করছেন। উনি যা বলেছেন, তা ঠিক নয়। কারণ, রামলালার মন্দির ভাঙলেও, জনমানসে রামলালার উপস্থিতি রয়েছে। আমরাও রাম মন্দিরের লড়াইয়ে ছিলাম। তবে কোনও প্রচারে যাইনি। ভাগবতেরও উচিত নয় এ সব নিয়ে প্রচার করা।’’ কংগ্রেসের দাবি, আরএসএস ১৯৪৭ সালের স্বাধীনতাকে মানেনি। তার পরে দীর্ঘ সময় ধরে স্বাধীনতা দিবসে নিজেদের সদর দফতরে আরএসএস নেতারা ভারতের পতাকা তোলেননি। সুতরাং, ভাগবতের এমন মন্তব্যে অবাক হওয়ার কিছু নেই।

ভাগবতের মন্তব্যে বিতর্ক তৈরি হওয়ায় ব্যাখ্যা দিতে নেমেছেন আরএসএস নেতৃত্ব। তাঁদের দাবি, সঙ্ঘ প্রধানের মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। আরএসএসের মতে, অযোধ্যার রাম মন্দিরে মূর্তির প্রতিষ্ঠার দিনটিকে প্রত্যেক দেশবাসীর আত্মজাগরণের দিন হিসেবে তুলে ধরার জন্য ডাক দেন ভাগবত। পাশাপাশি, রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে ভারতীয় সংস্কৃতির পুনর্জাগরণ হিসেবে তুলে ধরার চেষ্টা করেছেন তিনি। কারণ, প্রথমে মুসলিম তার পরে ব্রিটিশ শাসনের পরে শেষ পর্যন্ত আইনি হস্তক্ষেপে রাম মন্দির নির্মাণের পথ খুলে গিয়েছিল। তাই ভাগবত রাম মন্দিরের নির্মাণের দিনটিকে প্রতিষ্ঠা দ্বাদশী হিসেবে পালন করার ডাক দেন।

Advertisement
আরও পড়ুন