Mamata Vs Congress

‘ওঁর দাবি, উনি বিজেপির বিরুদ্ধে লড়ছেন’! মমতার ‘৪০ আসন’ কটাক্ষ নিয়ে এ বার মুখ খুলল কংগ্রেস

শুক্রবার রেড রোডের কেন্দ্রবিরোধী ধর্না মঞ্চ থেকে কংগ্রসকে কটাক্ষ করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা। তিনি বলেছিলেন, ‘‘কংগ্রেস সারা দেশে ৪০টা আসন পাবে কি না জানি না!’’

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:২৭
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধী। —ফাইল চিত্র।

জোট শরিক কংগ্রেস লোকসভা নির্বাচনে ৪০টি আসনও পাবে না বলে মন্তব্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেস তার জবাব দিল। শনিবার সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেছেন, ‘‘আমরা আশা করছি, উনি এখনও বিরোধী জোট ‘ইন্ডিয়া’রই সদস্য এবং ওঁর দাবি অনুযায়ী, উনি এখনও বিজেপির বিরুদ্ধে লড়াই করছেন।’’

Advertisement

তবে জবাব দিলেও মমতার সঙ্গে বাংলা নিয়ে আলোচনার পথ কংগ্রেস এখনও খোলা রেখেছে বলে মনে করছে রাজনীতির কারবারিদের একাংশ। তাদের ধারণা, সম্ভবত সে জন্যই মমতার আক্রমণের জবাব দিলেও জেনে বুঝেই অতিরিক্ত সুর চড়ায়নি কংগ্রেস।

লোকসভা ভোটে বাংলায় তৃণমূলের সঙ্গে জোট বেঁধে লড়তে চাইছে কংগ্রেস। অন্য দিকে, বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের সর্বময় নেত্রী মমতা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন জোট গোটা ভারতে থাকলেও বাংলায় তিনি একলাই লড়বেন।

শুক্রবারও রেড রোডের কেন্দ্র-বিরোধী ধর্নামঞ্চ থেকে কংগ্রসকে কটাক্ষ করেছিলেন মমতা। লোকসভা নির্বাচনে প্রাপ্য আসনের ভিত্তিতে কংগ্রেস আদৌ দেশের দ্বিতীয় বৃহত্তম দল হবে কি না, তা নিয়ে প্রশ্ন তুলে মমতা বলেছিলেন, ‘‘কংগ্রেস সারা দেশে ৪০টা আসন পাবে কি না জানি না!’’ একই সঙ্গে কংগ্রেসকে বিজেপির চ্যালেঞ্জ সামলানোর বার্তাও দেন তিনি। মমতা বলেন, ‘‘আগে নিজের জায়গা দেখাও! পারলে বারাণসীতে গিয়ে বিজেপিকে হারাও। রাজস্থান তোমরা জেতা জায়গা হেরেছ। মধ্যপ্রদেশে গিয়ে বিজেপিকে হারাও।’’ শুক্রবার সন্ধ্যায় মমতার ওই মন্তব্যেরই জবাব দিয়েছে দেশের প্রাচীনতম জাতীয়তাবাদী দল কংগ্রেস।

শনিবার সকালে সংবাদ সংস্থা পিটিআইকে রমেশ বলেন, ‘‘ওঁর দাবি অনুযায়ী, ওঁর (মমতা বন্দ্যোপাধ্যায়) অগ্রাধিকার তালিকার শীর্ষে রয়েছে বিজেপির বিরুদ্ধে লড়াই করা। আমরাও তা-ই চাই। তাই মনে হয় আমাদের যা করার তা একজোটে করা উচিত। কারণ মনে রাখতে হবে এই নির্বাচন কোনও স্থানীয় নির্বাচন নয়।’’

কেন্দ্রে বিজেপিকে ঠেকাতে গত বছর জুনে জোট বেঁধেছিল কংগ্রেস-সহ বিরোধী দলগুলি। তবে লোকসভা ভোটের মুখে সেই জোটের বাঁধন ক্রমেই আলগা হচ্ছে বলে মত রাজনীতির বিশেষজ্ঞদের। সম্প্রতি বিরোধী জোট ‘ইন্ডিয়া’ ছেড়ে বেরিয়েছেন জেডিইউ প্রধান নীতীশ কুমার। অন্য দিকে, মমতা জোট ছাড়ার কথা না বললেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি বাংলায় একাই লড়বেন। বিরোধী জোট ইন্ডিয়ার কোনও শরিক কংগ্রেস কিংবা সিপিএমকে একটিও আসন ছাড়বেন না।

সম্প্রতি মুর্শিদাবাদের সভা থেকে মমতা এ-ও বলেছিলেন যে, তিনি কংগ্রেসকে বাংলায় দু’টি আসন দিতে চেয়েছিলেন। মালদহে ওই দু’টি আসনে কংগ্রেসকে জিততে সাহায্য করবেন বলেও কথা দিয়েছিলেন। কিন্তু কংগ্রেস তাতে রাজি হয়নি। মমতা বলেছিলেন, ‘‘ওদের আরও সিট চাই। কিন্তু তা হবে না। বাংলায় তৃণমূল একা লড়বে। একটি আসনও কাউকে ছাড়বে না। কংগ্রেস একা লড়ুক ৪২টি আসনে।’’ মমতার ওই মন্তব্যের পর যদিও হাল ছাড়েনি কংগ্রেস। শুক্রবার ধর্না মঞ্চে মমতার ‘৪০ আসন’ কটাক্ষের কয়েক ঘণ্টা আগেই রাহুল নিজের এক্স হ্যান্ডলে একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন। সেখানে তাঁকে বলতে শোনা গিয়েছিল, ‘‘বাংলায় জোট নিয়ে আলোচনা চলছে। আসনরফার সমস্যা শীঘ্রই মিটবে।’’

আরও পড়ুন
Advertisement